পিডিবির তার চুরি করতে গিয়ে গ্রেপ্তার ৯
Published: 15th, September 2025 GMT
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তার চুরি করার সময় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, সকালে নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাড়া নেওয়া ডিপো থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় দুই ড্রাম তার, একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ।
আরো পড়ুন:
শিবচরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
বাবাকে হত্যার অভিযোগে ছেলের মৃত্যুদণ্ড
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরহাদ (৩০), রফিকুল ইসলাম (৪৪), শাকিল (২০), রঞ্জু (২৫), মোবারক (৩৪), তৈয়ব আলী (৩২), সিয়াম হাসান (১৯), আব্দুস সাত্তার (৩০) ও মোফাজ্জল হোসেন (২২)।
স্থানীয়রা জানান, পিডিবির আওতায় উপজেলার বিভিন্নস্থানে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান এমআরএম ইন্টারন্যাশনাল। ঢাকার পান্থপথে থাকা প্রতিষ্ঠানটির কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও বছরের শুরুতেই শেষ হয়ে যায়। বর্তমানে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে উদ্বৃত্ত নতুন ও পুরনো ক্যাবল পিডিবির কাছে হস্তান্তরের নিয়ম রয়েছে।
জনৈক হুমায়ুন কবীর হিমেলের জায়গায় ভাড়ায় নেওয়া ডিপো থেকে লাইট বন্ধ করে ২৪ ড্রাম নতুন ক্যাবল ট্রাকে তোলার চেষ্টা করছিল গ্রেপ্তারকৃতরা। দুই ড্রাম ট্রাকে তোলার পর স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকে লোড করা দুই ড্রাম ক্যাবল, একটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করে।
এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রবিাবর দুপুরে থানায় গেলেও তারা মামলা করতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আসাদুজ্জামান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। পরে মামলা গ্রহণ করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শাওন জানান, দুর্বৃত্তরা তাদের অগোচরে ক্যাবল চুরির চেষ্টা করছিল। জড়িতরা তাদের প্রতিষ্ঠানের নিয়োগকৃত কি না, জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, “ক্যাবলগুলো পিডিবির সম্পদ। এগুলো চুরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উদ্বৃত্ত ক্যাবল যথাযথ নিয়ম মেনে প্রকল্প অফিসে জমা দেওয়ার বিধান রয়েছে।”
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “যথাযথ প্রক্রিয়া মেনে জমা না দিয়ে গোপনে ক্যাবলগুলো সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে আলামতসহ জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
ঢাকা/তারিকুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ক য বল
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।