ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গা উপজেলায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ মোট ৯০ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ১০০ থেকে ১৫০ জনকে। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান মামলাটি করেন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

পিডিবির তার চুরি করতে গিয়ে গ্রেপ্তার ৯ 

শিবচরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

মামলার প্রধান আসামি করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ম.

ম সিদ্দিক মিঞাকে। তাকে গত শনিবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। মামলার দ্বিতীয় আসামি হলেন- হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোকন মিয়া।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আসামিরা আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে জড়ো হন। তারা ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ম. ম. সিদ্দিক মিঞার নেতৃত্বে রাস্তায় বড় গাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পুলিশ সরে যেতে অনুরোধ করলে আন্দোলনকারীরা মারমুখী অবস্থান নেন। পরে পুলিশের ধাওয়ায় অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানানম আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ঢাকা/বাদল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আস ম

এছাড়াও পড়ুন:

ফের রুপালি পর্দায় তানিয়া বৃষ্টি

ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। অভিনয় গুণে দর্শকের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছেন। তবে টিভি নাটকের কাজ নিয়েই অধিক ব্যস্ত সময় পার করেন। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। 

২০১৫ সালে আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। ২০১৯ সালে অভিনয় করেন ‘গোয়েন্দাগিরি’ সিনেমায়। সেই ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত হচ্ছেন রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমায়। 

আরো পড়ুন:

সিনেমায় জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী

বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি

পরিচালক রায়হান খান বলেন, “ট্রাইব্যুনাল’ অসাধারণ গল্পের সিনেমা। আমি বিশ্বাস করি, এই সিনেমা দর্শকদের মনে নাড়া দেবে। এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি কোর্টরুম ড্রামা, যার মধ্যে রয়েছে তীব্র ক্রাইম থ্রিলারের ছোঁয়া। গল্পটি ঘুরে দাঁড়ায় ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি ঘিরে।” 

বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটির গল্প। গম্ভীর এক চরিত্রে দেখা যাবে তানিয়া বৃষ্টিকে। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—তারিক আনাম খান, মৌসুমী হামিদ, আদর আজাদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ