যাত্রা শুরু করল ‘ডিরেকশন ফর ক্যামেরা’
Published: 15th, September 2025 GMT
বাংলাদেশের তরুণ ও উদীয়মান চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী এবং সৃজনশীল কর্মীদের ক্ষমতায়ন ও আন্তর্জাতিক অঙ্গনে যুক্ত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘ডিরেকশন ফর ক্যামেরা’ (ডিএফসি)।
২০২৫ সাল থেকে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠান চলচ্চিত্র জগতের বৈচিত্র্যকে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে সৃজনশীলতায় অনুপ্রাণিত করতে কাজ করবে।
আরো পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
ডিএফসির উদ্যোগে থাকছে—চলচ্চিত্র কর্মশালা ও মাস্টারক্লাস, পডকাস্ট ও চলচ্চিত্র প্রদর্শনী, প্রযোজনা–বিষয়ক ইভেন্ট, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের সুযোগ, ৭২ ঘণ্টার ফিল্ম চ্যালেঞ্জ। এসব আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম চলচ্চিত্র–সংক্রান্ত কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
ডিএফসির প্রতিষ্ঠাতা মেহেদী হাসান শাওনের তত্ত্বাবধানে Hollywood Guild, CFA এবং S2S Productions LA LLC বাংলাদেশি নির্মাতাদের বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যুক্ত করতে সহযোগিতা করবে। ডিএফসি তরুণ প্রজন্মের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে থাকবে-আন্তর্জাতিক পেশাদারদের সঙ্গে সংযোগ, মেন্টরশিপ ও প্রযোজনামূলক সহায়তা, সৃজনশীল করপোরেট অংশীদারিত্ব, তরুণ নির্মাতাদের হাত ধরেই বাংলাদেশে বহুমাত্রিক ও সমৃদ্ধ চলচ্চিত্র জগৎ গড়ে উঠবে।
ইতিমধ্যেই অনলাইনে প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলচ্চিত্র–সংক্রান্ত কাজে আগ্রহীরা সদস্য হতে পারবেন। শুধু সদস্যদের জন্য থাকবে কর্মশালা, প্রতিযোগিতা ও বিশেষ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ। নিবন্ধন করতে ক্লিক করুন।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চলচ চ ত র ড এফস
এছাড়াও পড়ুন:
জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।
অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।
আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগেএ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।
সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।
আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে