নারায়ণগঞ্জ ক্যাবের সভাপতি মাজুম আর নেই
Published: 15th, September 2025 GMT
কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাজহার হোসেন মাজুম আর নেই। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের ঐতিহাসিক ডিআইটি মসজিদে নামাজের জানাজা শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের ১ নং বাবুরাইল নিবাসী মরহুম আলহাজ্ব আজহার হোসেন লাল মিয়ার বড় ছেলে ছিলেন মাজহার হোসেন মাজুম। তিনি ঐতিহ্যবাহী ১নং বাবুরাইল বায়তুল নূর তারা জামে মসজিদের মোতাওয়াল্লি ছিলেন।
এছাড়াও তিনি নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মাজহার হোসেন মাজুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্যাব ও দুর্নীতি প্রতিরোধ কমিটি নারায়ণগঞ্জ জেলা। একই সাথে তাঁর পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে তিন হাজার নারী-পুরুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে তিন হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
ফতেহপুর ইউনিয়ন পরিষদ মাঠে শুক্রবার সকাল ৭টায় শুরু হয় এ মেডিকেল ক্যাম্প। কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতেপুর ইউনিয়ন শাখা।
এ কর্মসূচিতে বিভিন্ন বয়সের মানুষ সকাল থেকেই সারিবদ্ধভাবে চিকিৎসা নিতে আসেন। চোখ, চর্ম, শিশু, নারী ও সাধারণ রোগের চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে রোগ অনুযায়ী দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ। আয়োজকদের দাবি, সাড়ে তিন হাজারের মতো মানুষ সেবা নিয়েছেন এই কর্মসূচি থেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডা. আলী আশরাফ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণের আমীর মাওলানা হাদিউল ইসলাম, কেন্দ্রীয় ন্যাশনাল ডক্টরস ফোরামের এইচআরডি সম্পাদক ডা. মোহাম্মদ আব্দুল মালেক, উপজেলা বাইতুলমাল সম্পাদক ও তদারককারী প্রফেসর আজিজুল হক প্রমুখ।
কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. রাসেল মাহমুদ।
স্থানীয়ভাবে আয়োজনটি নিয়ে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই বলেন, এমন উদ্যোগে গ্রামের সাধারণ মানুষ বিনা খরচে চিকিৎসা পেয়ে উপকৃত হচ্ছেন।