ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম বলেছেন, “দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীদের নানাভাবে বঞ্চিত করা হয়েছে। জুলাই আন্দোলন পরবর্তীতে আমরা আজাদী পেলেও মাদ্রাসা শিক্ষার্থীরা, শিক্ষকরা বঞ্চিত।”

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, “দেশের শিক্ষা খাতে যে পরিমাণ বাজেট প্রয়োজন তা বরাদ্দ দেওয়া হয় না। যুগের সঙ্গে তাল মিলিয়ে চাহিদার আলোকে স্কুল, ইংলিশ মিডিয়ামসহ শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতার সমন্বয়ে ঢেলে সাজাতে হবে।”

সাদিক কায়েম বলেন, “মাদ্রাসা শিক্ষার যে লক্ষ-আলেম তৈরি হয়, তাও হয় না। সেজন্য আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষাকে নতুন করে ঢেলে সাজাতে হবে।”

ঢাকা/রায়হান/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারী নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় সেনবাগ উপজেলার পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল হাতে নিয়ে শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। মশাল মিছিলটি সেনবাগ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন:

জকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেলকে ‘ভাড়াটিয়া’ আখ্যা দিয়ে একাংশের বিক্ষোভ

বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

এ সময় নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীরা নোয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে কাজী মফিজুর রহমান মনোনয়ন দেওয়ার দাবি জানান। 

গত ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন বোর্ড নোয়াখালী-২ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুককে প্রাথমিক মনোনয়ন দেয়। 

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘‘জয়নুল আবদীন ফারুক কয়েকবার সংসদ সদস্য হয়েও সেনবাগে উন্নয়ন করেননি। দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়াননি। বিপরীতে কাজী মফিজুর রহমান নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। উন্নয়ন বঞ্চিত সেনবাগের মানুষ পরিবর্তন চান তিনি।’’

ঢাকা/সুজন/বকুল  

সম্পর্কিত নিবন্ধ