রিয়াল নিচ্ছে না, ব্রাজিল ডাকছে না, কী হয়েছে বিস্ময় বালক এনদ্রিকের
Published: 13th, October 2025 GMT
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে রিয়াল মাদ্রিদ লা লিগায় পরের ম্যাচটা খেলবে ১৯ অক্টোবর, হেতাফের বিপক্ষে। ওই ম্যাচেও যদি দলে সুযোগ না পান এনদ্রিকে, তাহলে তাঁর বেকারত্বের সময়কাল বেড়ে দাঁড়াবে ১৫৪ দিনে। মানে প্রায় পাঁচ মাস!
১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সর্বশেষ খেলেছিলেন এই বছর ১৮ মে, সেভিয়ার বিপক্ষে, আগের মৌসুমের শেষ দিকের এক ম্যাচে। তারপর অনেক কিছু বদলে গেছে—রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো, এনদ্রিক পেয়েছেন ক্লাবের ৯ নম্বর জার্সি, তারপর দুবার চোটে পড়েছেন, আবার গ্রীষ্মের দলবদলে তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জনও ছড়িয়েছে, কিন্তু তিনি কোথাও যাননি।
ওদিকে এ নিয়ে টানা তৃতীয় আন্তর্জাতিক বিরতি যাচ্ছে, যেখানে এনদ্রিক ব্রাজিল দলে নেই। মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচেই সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন এই ফরোয়ার্ড। সেই হারের পরই বরখাস্ত হন কোচ দরিভাল জুনিয়র, তাঁর জায়গায় বসানো হয় কার্লো আনচেলত্তিকে। কিন্তু এনদ্রিকের আর ব্রাজিলের হয়ে খেলা হয়নি।
ব্রাজিলের অনুশীলনে এনদ্রিক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ
বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হতে যাচ্ছে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫’। ভারতীয় উপমহাদেশে দীর্ঘদিনের ঐতিহ্যসম্পন্ন স্কোয়াশ খেলাটি আজকের সময়ে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন ও বসুন্ধরা গ্রুপ পাঁচ বছরের জন্য এক বিশেষ চুক্তি করেছে।
বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় আয়োজন করা এই জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশের সেরা খেলোয়াড়রা অংশ নেবে। বসুন্ধরা স্পোর্টস সিটির পাশাপাশি ইনডিপেনডেন্স বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, শাহীন কলেজ ও আর্মি অফিসার্স মেস থেকেও খেলোয়াড়রা প্রতিযোগিতা করবে। উর্মি গ্রুপ ও তুরাগ একটিভ-এর পৃষ্ঠপোষকতায় এবারের আসরের রাউন্ড রবিনলীগ ভিত্তিতে চূড়ান্ত পর্বের খেলা আয়োজন করা হবে।
সম্প্রতি বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় আয়োজিত সংবাদ সম্মেলনে বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের মধ্যে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মহসিন করিম এবং বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম এই চুক্তিতে সাক্ষর করেন।
গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া আঞ্চলিক পর্বে দেশের ২৫টি প্রতিষ্ঠান থেকে ১৮০ জনের বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ী ও নির্বাচিত ৮০ জন খেলোয়াড় চূড়ান্ত পর্বে অংশ নেবেন। এই পর্বে ৯টি গ্রুপে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে। গ্রুপগুলো হলো – উন্মুক্ত নারী, উন্মুক্ত পুরুষ, উন্মুক্ত মেম্বার, ১১ বছরের নিচে ছেলে-মেয়ে, ১২-১৩ বছর ও ১৪-১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের পৃথক বিভাগ।
ঢাকা/ইভা