আল-আরাফাহ্ ব্যাংকের শীর্ষ খেলাপি সাসকো টেক্সের এমডি ও পরিচালক গ্
Published: 23rd, November 2025 GMT
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীর্ষ খেলাপি প্রতিষ্ঠান মেসার্স সাসকো টেক্স (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান দিপু ও তার স্ত্রীসহ প্রতিষ্ঠানের পরিচালক পাপিয়া রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর পল্লবী ডিওএইচএস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
জানা গেছে, রবিবার তাদের আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ব্যাংকের তথ্য অনুযায়ী, সাসকো টেক্স (বিডি) লিমিটেডের কাছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখার অবলোপনকৃত খেলাপি পাওনা প্রায় ১৬৪ কোটি টাকা। তাদের বিরুদ্ধে দায়ের করা ১০টি ফৌজদারি মামলার মধ্যে ৮টিতে এক বছর করে ৮ বছর এবং ২টিতে তিন মাস করে ৬ মাস, মোট ৮ বছর ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। এসব মামলায় তাদের বিরুদ্ধে ৮০ কোটি টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।
দীর্ঘদিন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থাকার পর শনিবার দিপু ও পাপিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ব্যাংকের পাওনা আদায়ে করা অর্থঋণ মামলা থেকে উদ্ভূত অর্থজারী মামলাও চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা/নাজমুল//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সন্তান কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী
ছবি: প্রথম আলো।