বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শ্রীশান্ত রায় নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নারীদের কটূক্তি এবং দেশজুড়ে চলমান নারীর প্রতি সহিংসতার বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করে জাবি শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) যৌন নিপীড়ন বিরোধী সেল।

আরো পড়ুন:

খাবার ও পানি সমস্যায় খুবির ছাত্রী হলে ভোগান্তি চরমে

জোবায়েদ হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

এ সময় জাকসুর সমাজসেবা সম্পাদক ও শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক আহসান লাবীব বলেন, “আমরা এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি, যেখানে একজন ছাত্রীকে রেস্টুরেন্টে ধর্ষণ করা হয়। আর তার চিৎকার চাপা দিতে সাউন্ডবক্স চালানো হয়। আমরা দেখেছি আছিয়া নামের একটি শিশুকেও নির্মমভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু এসব নৃশংস ঘটনার আসামিরা সহজেই জামিনে মুক্তি পেয়ে যায়, যা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।"

শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান বলেন, “বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন ধরেই বিদ্যমান। ফলে প্রতিনিয়ত ধর্ষণ ও নারী নির্যাতনের মতো নৃশংস ঘটনা ঘটছে। গত বছরের তুলনায় এ বছর এ ধরনের অপরাধ বহুগুণে বেড়েছে, যা আইন-শৃঙ্খলার অবনতির সরাসরি প্রতিফলন।”

তিনি আরো বলেন, “বর্তমান ইন্টারিম সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের গদিতে বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়নি; সেই গণঅভ্যুত্থান হয়েছিল এই দেশের বিচারব্যবস্থা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য। যদি সেই প্রতিশ্রুতি পূরণ না হয়, তবে জনগণ আবারো রাস্তায় নামবে।”

জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, “যেসব সংগঠন মানবাধিকার ও নারী অধিকার নিয়ে কাজ করেন, তাদের প্রতি আমাদের আহ্বান- আপনারা আপনাদের হিপোক্রেসি বন্ধ করুন। আপনারা সিলেক্টিভ প্রতিবাদ করা বন্ধ করুন। নির্যাতিতের পরিচয়, পোশাক বা ধর্ম নির্বিশেষে সব ঘটনার বিরুদ্ধে এক কণ্ঠে আওয়াজ তুলুন। ন্যায়বিচারের প্রশ্নে আমাদের অবস্থান হতে হবে সর্বজনীন ও নীতিনিষ্ঠ।”

জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, “দেশে নারীর প্রতি সহিংসতার মাত্রা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। ধর্ষণ, খুন ও নির্যাতনের সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের সমাজে ন্যায়বিচারের গভীর সংকটের দিকেই ইঙ্গিত করে। অপরাধীরা যখন বিচারহীনতার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ে, তখন তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। বিচারহীনতাই বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়দের মতো স্বঘোষিত ধর্ষক তৈরি করছে।”

তিনি বলেন, “আমরা ইন্টেরিম সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা প্রচলিত আইনকে যথেষ্ট শক্তিশালী করুন, দৃশ্যমান বিচার নিশ্চিত করুন। কোনো গোষ্ঠীর প্রভাবে যেন ন্যায় বিচার বাধাগ্রস্ত না হয়।”

ঢাকা/আহসান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বন্দরের ৯টি ওয়ার্ডে পানি সংকট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়া পাম্প বর্তমান জায়গায় পুণঃস্থাপন ও পানি সরবরাহের দায়িত্ব পুনরায় ওয়াসার কাছে ন্যাস্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর)  সকাল ১০টায় বন্দর থানার  ২৪ নং ওয়ার্ডের বন্দরের চৌরাপাড়া পাম্প হাউসের সামনে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা, বন্দর নাগরিক কমিটি(বনাক) ও এলাকাবাসীর উদ্যোগে  এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, শ্রমিক নেতা দাউদ আলী. ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ উজ্জল, মোহাম্মদীয়া জামে মসজিদ কমিটির সহসভাপতি আলী আহমেদ, ক্বারী মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদ হোসেন, আলহাজ্ব হাফেজ গাজী, মোঃ রিপন, শওকত হোসেন, আলী বাহার প্রমুখ। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর , বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ ৯টি ওয়ার্ডেই তীব্র পানি সংকট বিরাজ করছে। সরবরাহকৃত পানিও ময়লাযুক্ত এবং দুর্গন্ধময় হওয়ায় তা পান করা যায় না। এ ছাড়া চৌরাপাড়া পাম্প হাউসের পাম্পটি সাড়ে ৪ বছর ধরে বিকল হয়ে আছে। অজ্ঞাত কারণে পাম্পটি মেরামত কিংবা নতুন পাম্প স্থাপন করা হচ্ছেনা।

এ কারণে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। অবিলম্বে পানি সংকট নিরসনে উদ্যোগ না নিলে মানববন্ধন থেকে নগরভবন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • কক্সবাজারে নদীবন্দরের সীমানা নিয়ে উত্তেজনা, বিক্ষোভে পিছু হটল বিআইডব্লিউটিএ
  • বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন  
  • রূপগঞ্জের হোড়গাঁয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন