বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন পরিবেশক র্যানকন
Published: 8th, December 2025 GMT
বাংলাদেশে জ্যাক মোটরসের পরিবেশক হয়েছে র্যানকন। এর ফলে জ্যাক মোটরসের গাড়ি বিক্রির পাশাপাশি বিক্রয়োত্তর সেবা দেবে র্যানকন। গত শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়ার পাশাপাশি জ্যাক মোটরসের ‘টি৯ হান্টার’ ও ‘টি৮’ মডেলের পিকআপ ভ্যান ও এন সিরিজের ট্রাক উন্মোচন করা হয়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যানকন।
অনুষ্ঠানে র্যানকন গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী বলেন, ‘র্যানকন সব সময়ই আন্তর্জাতিকভাবে সমাদৃত ব্র্যান্ড ও অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় এবার জ্যাক মোটরসের অফিশিয়াল পরিবেশক হতে পেরে আমরা আনন্দিত। জ্যাক মোটরসের নতুন গাড়ি ও ট্রাকগুলো বাংলাদেশের বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে আমি আশাবাদী।’
র্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শন হাকিম বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতে র্যানকনের দেশব্যাপী বিস্তৃত অটোমোটিভ সার্ভিস নেটওয়ার্ক ব্যাপক সহায়ক হবে বলে আমার বিশ্বাস।’
র্যানকনের তথ্যমতে, নতুন ‘টি৯’ হান্টার ডাবল কেবিন ৪ বাই ৪ মডেলের পিকআপ ভ্যানে শক্তিশালী ২ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন এবং ৮ স্পিড জেডএফ অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে, যা সর্বোচ্চ ৪১০ এনএম পর্যন্ত টর্ক উৎপন্ন করতে পারে। আরও রয়েছে ফোর-হুইল ড্রাইভ, সম্পূর্ণ ইলেকট্রিক সানরুফ, লেদার ইন্টেরিয়র, পাওয়ার ফ্রন্ট সিট, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, অ্যাপেল কারপ্লে ও অ্যান্ড্রয়েড–সমর্থিত ১০.
‘টি৮’ ডাবল কেবিন ৪ বাই ৪ মডেলে আছে ২ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন এবং ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, যা সর্বোচ্চ ৩২৯ এনএম পর্যন্ত টর্ক উৎপন্ন করতে পারে। ১৮ ইঞ্চি অ্যালয় হুইলযুক্ত পিকআপ ভ্যানটিতে লেদার কভার্ড ইন্টেরিয়র, মাল্টিফাংশনাল লেদার-বাউন্ড স্টিয়ারিং, এলইডি হেডলাইট/ফগলাইট, এবিএস সুবিধা রয়েছে। ৫ বছর বা ১ লাখ কিলোমিটার পর্যন্ত বিক্রয়োত্তর সেবাসহ পিকআপ ভ্যানটির দাম ৩৪ লাখ ৫০ হাজার টাকা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ য ক ম টরস র প কআপ ভ য ন য নকন
এছাড়াও পড়ুন:
বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন পরিবেশক র্যানকন
বাংলাদেশে জ্যাক মোটরসের পরিবেশক হয়েছে র্যানকন। এর ফলে জ্যাক মোটরসের গাড়ি বিক্রির পাশাপাশি বিক্রয়োত্তর সেবা দেবে র্যানকন। গত শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়ার পাশাপাশি জ্যাক মোটরসের ‘টি৯ হান্টার’ ও ‘টি৮’ মডেলের পিকআপ ভ্যান ও এন সিরিজের ট্রাক উন্মোচন করা হয়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যানকন।
অনুষ্ঠানে র্যানকন গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী বলেন, ‘র্যানকন সব সময়ই আন্তর্জাতিকভাবে সমাদৃত ব্র্যান্ড ও অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় এবার জ্যাক মোটরসের অফিশিয়াল পরিবেশক হতে পেরে আমরা আনন্দিত। জ্যাক মোটরসের নতুন গাড়ি ও ট্রাকগুলো বাংলাদেশের বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে আমি আশাবাদী।’
র্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শন হাকিম বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতে র্যানকনের দেশব্যাপী বিস্তৃত অটোমোটিভ সার্ভিস নেটওয়ার্ক ব্যাপক সহায়ক হবে বলে আমার বিশ্বাস।’
র্যানকনের তথ্যমতে, নতুন ‘টি৯’ হান্টার ডাবল কেবিন ৪ বাই ৪ মডেলের পিকআপ ভ্যানে শক্তিশালী ২ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন এবং ৮ স্পিড জেডএফ অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে, যা সর্বোচ্চ ৪১০ এনএম পর্যন্ত টর্ক উৎপন্ন করতে পারে। আরও রয়েছে ফোর-হুইল ড্রাইভ, সম্পূর্ণ ইলেকট্রিক সানরুফ, লেদার ইন্টেরিয়র, পাওয়ার ফ্রন্ট সিট, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, অ্যাপেল কারপ্লে ও অ্যান্ড্রয়েড–সমর্থিত ১০.৪ ইঞ্চি স্পর্শনির্ভর পর্দা, ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক, ১৮ ইঞ্চি অ্যালুমিনিয়াম অ্যালয় হুইল, এলইডি হেডলাইট ও ফগলাইট ইত্যাদি সুবিধা। ৫ বছর বা ১ লাখ কিলোমিটার পর্যন্ত বিক্রয়োত্তর সেবাসহ পিকআপ ভ্যানটির দাম ৪৬ লাখ ৫০ হাজার টাকা।
‘টি৮’ ডাবল কেবিন ৪ বাই ৪ মডেলে আছে ২ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন এবং ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, যা সর্বোচ্চ ৩২৯ এনএম পর্যন্ত টর্ক উৎপন্ন করতে পারে। ১৮ ইঞ্চি অ্যালয় হুইলযুক্ত পিকআপ ভ্যানটিতে লেদার কভার্ড ইন্টেরিয়র, মাল্টিফাংশনাল লেদার-বাউন্ড স্টিয়ারিং, এলইডি হেডলাইট/ফগলাইট, এবিএস সুবিধা রয়েছে। ৫ বছর বা ১ লাখ কিলোমিটার পর্যন্ত বিক্রয়োত্তর সেবাসহ পিকআপ ভ্যানটির দাম ৩৪ লাখ ৫০ হাজার টাকা।