আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পরই বক্স অফিসে দারুণ শুরু করেছে স্পাই-অ্যাকশন থ্রিলার সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই ২৮ কোটি রুপি আয় করে চমকে দিয়েছিল, পরের দুই দিনেও সেই যাত্রা অব্যাহত আছে।

তিন দিনে কত আয় করল ‘ধুরন্ধর’

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। এই স্পাই থ্রিলার ঘিরে একজন র এজেন্টের গোপন মিশন নিয়েই এগিয়েছে।

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং। এক্স থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার কাছে জমি হস্তান্তর

ইকোনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) স্থাপনের জন্য ১০৬ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করেছে নীলফামারী জেলা প্রশাসন। 

সোমবার (৮ ডিসেম্বর) সকালে ঢেলাপীড়ে বেজা কর্তৃপক্ষের কাছে জমির কাগজপত্র বুঝিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার, সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, বেজার সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ২০১৬ সালে ১০৬ একর জমি রেজিস্ট্রি সম্পন্ন হয়। যা সোমবার (৮ ডিসেম্বর) বেজার কাছে হস্তান্তর করা হলো। এখন থেকে এই জমিতে কার্যক্রম সম্পন্ন করবে বেজা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, ‘‘সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। দ্রুত কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ।’’

ঢাকা/সিথুন/বকুল 

সম্পর্কিত নিবন্ধ