আমদানি শুরু হতেই চট্টগ্রামে পেঁয়াজের দামের বড় পতন হয়েছে। দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজিতে পেঁয়াজের দাম ২০ থেকে ৩০ টাকা কমেছে। আর খুচরা বাজারে দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা কমেছে। পেঁয়াজের সরবরাহ বাড়তে থাকলে দাম আরো কমে আসবে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। 

সোমবার (৮ ডিসেম্বর) খাতুনগঞ্জের পাইকারি বাজার ও পেঁয়াজের আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, আজ পেঁয়াজের দামে ধস নেমেছে। যারা কয়েক দিন ধরে পেঁয়াজ মজুদ করে রেখেছিলেন, তারা সব পেঁয়াজ বাজারে তুলেছেন বিক্রির জন্য। এতে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে গেছে।

আরো পড়ুন:

৯০০ মে.

টন পেঁয়াজ আমদানির অনুমতি, দাম কমছে

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা

ব্যবসায়ীরা জানিয়েছেন, পেঁয়াজ আমদানি রবিবার (৭ ডিসেম্বর) থেকে শুরু হলেও চট্টগ্রামের বাজারে এই পেঁয়াজ আসতে আরো ২-৩ দিন লাগবে। দাম অতিরিক্ত কমে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা মজুদ পেঁয়াজ বাজারে ছেড়ে দিয়েছেন। এতে দাম কমতে শুরু করেছে।

খাতুনগঞ্জে পেঁয়াজের ব্যবসায় জড়িত আবুল হাশেম চৌধুরী জানান, শনিবার (৬ ডিসেম্বর) খাতুনগঞ্জে যে পেঁয়াজ পাইকারিতে কেজি ১১০ থেকে ১২৫ টাকায় বিক্রি হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সেই পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে। 

এই ব্যবসায়ী জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর পাশাপাশি দেশীয় মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। ফলে দাম আরো কমে যাবে।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘‘আমদানি অনুমতির কথা প্রচার হতেই আড়তে দামের বড় পতন ঘটেছে। দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকায় এবং মুড়িকাটা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। যারা আগে বেশি দামে পেঁয়াজ তুলেছিলেন, তারা এখন লোকসান দিয়ে পেঁয়াজ বাজারে ছেড়ে দিচ্ছেন।’’

পেঁয়াজের আড়তদার মাহবুবুল আলম বলেন, ‘‘একদিনে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে। আগামী কাল বা পরশুর মধ্যে দাম আরো কমে যাবে। অনেক ব্যবসায়ী ১০০ টাকার উপরে দাম দিয়ে পেঁয়াজ কিনেছিলেন। তারা এখন লোকসান দিয়ে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন। আমদানির খবরে অনেক ব্যবসায়ীকে লোকসানের মুখে পড়তে হয়েছে।’’

শনিবার (৬ ডিসেম্বর) বাজারে যে পেঁয়াজ ১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ সোমবার (৮ ডিসেম্বর) বাজারে সেই পেঁয়াজের কেজি ৯০ টাকা। কেজিতে কমে গেছে ৩০ টাকা।

পাইকারি বাজারে পেঁয়াজের দামে বড় পতন হলেও খুচরা বাজারে তুলনামূলক দাম আশানুরূপ কমেনি। শনিবার (৬ ডিসেম্বর) যে পেঁয়াজ খুচরায় প্রতিকেজি ১৪০ টাকা বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ রবিবার (৭ ডিসেম্বর) বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা কেজি দরে। বিক্রেতারা বলেছেন, খুচরা বাজারে দাম কমে আসতে আরো দু-এক দিন লাগবে। এক সপ্তাহের মধ্যে খুচরা বাজারে পেঁয়াজের মূল্য ৭০ টাকার নিচে নেমে আসতে পারে।

ঢাকা/রেজাউল/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর খ ত নগঞ জ ড স ম বর ব যবস য় ৩০ ট ক দ ম কম আমদ ন

এছাড়াও পড়ুন:

নির্ধারিত দামে পাওয়া যায় না রান্নার গ্যাস এলপিজি

বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতি মাসে সমন্বয় করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে ভোক্তা পর্যায়ে সমন্বয় করা দামে এলপিজি পাওয়া যায় না বলে অভিযোগ আছে। ভোক্তাদের ভাষ্য, ১২ কেজির সিলিন্ডার কিনতে ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকায়ও বিভিন্ন দামে বিক্রি হয় এলপিজি।

গত মঙ্গলবার ডিসেম্বরের জন্য দাম ঘোষণা করেছে বিইআরসি। এতে ১২ কেজি সিলিন্ডারে এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫৩ টাকা। গত নভেম্বর মাসে দাম ছিল ১ হাজার ২১৫ টাকা। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে।

এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। ঢাকা থেকে পৌনে তিন শ কিলোমিটার দূরের দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় থাকেন কেয়া হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রতি মাসেই ১৫০ থেকে ২০০ টাকা বাড়তি দিতে হয়। সবশেষ নভেম্বরে ১২ কেজির সিলিন্ডার কিনেছেন ১ হাজার ৩০০ টাকায়। বাসায় পৌঁছাতে বাড়তি খরচ করতে হয় আরও ৫০ টাকা।

বিইআরসি তার আইনি দায়িত্ব পালন করছে না। আইনে যেসব ক্ষমতা দেওয়া আছে, তার প্রয়োগ করে না। ভোক্তাস্বার্থও সংরক্ষিত হচ্ছে না। এম শামসুল আলম, জ্বালানি উপদেষ্টা, ক্যাব

ঢাকার কাজীপাড়া এলাকার বাসিন্দা ফয়সাল আহমেদও বললেন অভিন্ন কথা। তাঁর ভাষ্য, নভেম্বরে ১২ কেজির এলপিজি কিনেছেন ১ হাজার ৪৫০ টাকায়। আর বাসায় পৌঁছানোর জন্য দিতে হয়েছে ৫০ টাকা। এ মাসে দাম বাড়ার পর আরও ৫০ টাকা খরচ বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

অবশ্য ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা কামরুন্নেছা রুহী বলেন, গত মাসে ১২ কেজির এলপিজি তিনি কিনেছেন ১ হাজার ৩০০ টাকায়। অর্থাৎ কামরুন্নেছার চেয়ে ফয়সালকে দেড় শ টাকা বেশি দিতে হয়েছে।

ভোক্তা অধিকারের অভিযান চালানো উচিত

২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। টানা দুই বছর দাম নির্ধারণ নিয়ে বিরোধ ছিল পরিবেশক ও এলপিজি কোম্পানির মধ্যে। বিইআরসি পরিবেশক পর্যায়ে দাম নির্ধারণ করে দিলেও সেই দামে কোম্পানির সরবরাহ করত না। এ অভিযোগের ভিত্তিতে দাম নির্ধারণের সূত্রে পরিবর্তন এনে কোম্পানি পর্যায়ে আরও কিছু খরচ যুক্ত করা হয়। এরপর কোম্পানি থেকে বাড়তি দামে সরবরাহের অভিযোগ পাওয়া যায়নি।

সারা দেশে এলপিজি সিলিন্ডার পরিবেশক সমিতির সভাপতি সেলিম খান প্রথম আলোকে বলেন, পরিবেশক পর্যন্ত দাম এখন ঠিকই আছে। তাই বাড়তি দামে বিক্রির সুযোগ নেই। তবে খুচরা বিক্রেতারা বেশি নিচ্ছেন। এটি বন্ধে ভোক্তা অধিকারের অভিযান চালানো উচিত।

নির্ধারিত দামে এলপিজি বিক্রির জন্য বাজার নজরদারির সামর্থ্য নেই বিইআরসির। বিভিন্ন সময় তারা জেলা প্রশাসকদের চিঠি দিয়ে নজরদারির অনুরোধ করেছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরও মাঝেমধ্যে অভিযান চালিয়ে জরিমানা করে।

লাইসেন্স না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না উল্লেখ করে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ প্রথম আলোকে বলেন, জানুয়ারির মধ্যে সব পরিবেশককে বিইআরসির লাইসেন্স নিতে বলা হয়েছে। এরপর খুচরা বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনা হবে। এতে জবাবদিহি নিশ্চিত করা যাবে।

‘বিইআরসি দায়িত্ব পালন করছে না’

বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০৪ টাকা ৪১ পয়সা। গত মাসে তা ছিল ১০১ টাকা ২৪ পয়সা; অর্থাৎ এ মাসে দাম কেজিতে বেড়েছে ৩ টাকা ১৭ পয়সা।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অধিকাংশ ভোক্তা অবশ্য এর নাগাল পায় না। বাজারে চাহিদার ৯৯ শতাংশের বেশি এলপিজি সরবরাহ করে বেসরকারি খাত।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম প্রথম আলোকে বলেন, বিইআরসি তার আইনি দায়িত্ব পালন করছে না। আইনে যেসব ক্ষমতা দেওয়া আছে, তার প্রয়োগ করে না। ভোক্তা স্বার্থও সংরক্ষিত হচ্ছে না। এ কারণে রাষ্ট্রপতির কাছে বর্তমান কমিশনের অপসারণ দাবি করেছে ক্যাব।

সম্পর্কিত নিবন্ধ

  • নোয়াখালীতে গ্যাস সরবরাহের দাবিতে সড়কে বিক্ষোভ 
  • হলিউড অভিনেতা পেরির মৃত্যুর পর কেন আলোচনায় ‘কেটামিন কুইন’ খ্যাত এই নারী
  • ব্যালট ছাপাতে অর্ধেকের বেশি কাগজ সরবরাহ করেছে কেপিএম 
  • যুক্তরাজ্য ও কাতারের যৌথভাবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা
  • রপ্তানিতে চার শিল্পপ্রতিষ্ঠান পেল এইচএসবিসি সম্মাননা
  • নির্ধারিত দামে পাওয়া যায় না রান্নার গ্যাস এলপিজি
  • পেঁয়াজের দাম ১৫০ টাকা ছাড়াল, ডিসেম্বরে দাম বাড়ে কেন
  • ট্রাম্পের শুল্কের আঘাতে বড় সংকটে ভারত
  • ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি সরবরাহ দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন