চুয়াডাঙ্গায় রাতের আঁধারে বর্গা চাষির কপিখেত কেটে তছনছ
Published: 23rd, October 2025 GMT
চুয়াডাঙ্গায় এক বর্গা চাষির প্রায় ১৫ কাঠা জমির কপিখেত কেটে ও উপড়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার জাফরপুর বোরিং মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চাষির নাম মহাবুল হোসেন (লাল্টু)। তিনি অভিযোগ করেন, জমির সীমানা আল নিয়ে কথা–কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। এতে তাঁর অন্তত ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী মহাবুল হোসেন জানান, শংকরচন্দ্র ইউনিয়নে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের পেছনে জাফরপুর বোরিং মাঠে পাঁচ বিঘা জমি বর্গা নিয়ে তিনি চলতি মৌসুমে সাড়ে তিন বিঘা জমিতে বাঁধাকপি ও দেড় বিঘা জমিতে ফুলকপি চাষ করেন। সব মিলিয়ে এ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। প্রায় ১০ দিন পর সবজি সংগ্রহের উপযোগী হতো এসব খেত। গতকাল রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আট কাঠা জমির বাঁধাকপি ও সাত কাঠা জমির ফুলকপি কেটে ও উপড়ে নষ্ট করেছে। এই কপিগুলো বিক্রি করা গেলে অন্তত ১ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যেত।
কেন এমন ঘটনা ঘটেছে জানতে চাইলে মহাবুল বলেন, জমির সীমানা আল নিয়ে গতকাল এলাকার এক কৃষকের সঙ্গে কথা–কাটাকাটি হয়। তিনি ওই সময় দেখে নেবেন বলে হুমকি দেন। তাঁর ধারণা, ওই কৃষকের সরাসরি অংশগ্রহণ ও প্ররোচনায় দুর্বৃত্তরা কপিখেতের ক্ষতি করেছে। বিষয়টি সদর উপজেলা কৃষি অফিসকে জানানো হয়েছে। থানায় অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন।
বেসরকারি সংগঠন কৃষক জোট চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো.
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, ক্ষতিগ্রস্ত সবজিখেত দেখতে একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে সরেজমিনে পাঠানো হয়েছে। এটি ফৌজদারি অপরাধ। ক্ষতিগ্রস্ত কৃষক আইনি পদক্ষেপ নিলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘নারী শাসিত পুরুষ’ বলায় আসিফকে নিয়ে ক্ষুব্ধ ওমর সানী
ফুটবল ও ফুটবলারদের নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবরের সাম্প্রতিক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী ও আসিফ আকবরের পাল্টাপাল্টি বক্তব্য।
গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আসিফ আকবর। অনেক ফুটবলার ও নেটিজেনদের পাশাপাশি ওমর সানীও সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন।
আরো পড়ুন:
দেখে নিন ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি
রোনালদোর রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপ্পে, প্রশংসায় ভাসালেন আলোনসো
সম্প্রতি একটি পডকাস্টে বিষয়টি ফের আলোচনায় ওঠে। সেখানে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রেতা’ এবং ‘নারী শাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। ব্যক্তিজীবন নিয়েও রসিকতার সুরে সমালোচনা করেন তিনি। যদিও শেষে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন এই গায়ক।
তবে আসিফ আকবেরর এসব মন্তব্য সহজভাবে নেননি ওমর সানী। সোমবার (৮ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তায় আসিফকে নিয়ে জবাব দেন।
ওমর সানী বলেন, “আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন—এটা একদমই গ্রহণযোগ্য নয়।”
ক্ষুব্ধ ওমর সানী বলেন, “আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর—আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল—কিন্তু পরিবার নিয়ে নয়।”
ভিডিও বার্তার এক পর্যায়ে ওমর সানী হাত তুলে বলেন, “হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।”
সবশেষে আসিফকে পরামর্শ দিয়ে ওমর সানী বলেন, “তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী-আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে—এগুলো ধরে রাখ।”
এই পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। দুই তারকার মুখোমুখি অবস্থান কোন দিকে মোড় নেয়, তা দেখার অপেক্ষায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
ঢাকা/রাহাত/শান্ত