গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রী ধর্ষণ এবং বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়ের মেয়েদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধন করে শাখা ছাত্রীসংস্থা।

আরো পড়ুন:

ধর্ষণে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থীর বিচার দাবিতে জাবিতে মানববন্ধন

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধার জমি দখলের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের প্রতিটি ধর্ষণ ঘটনা সমাজের ভয়াবহ ব্যর্থতা ও একটি অসুস্থ মানসিকতার প্রতিফলন। নারী, শিশু এমনকি নবজাতক পর্যন্ত এখন ধর্ষণের শিকার হচ্ছে, যা মানবাধিকারের জন্য বড় হুমকি। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

ছাত্রী সংস্থার প্রতিনিধি শুখীমন খাতুন বলেন, “জুলাই আন্দোলনে নারী-পুরুষ-শিশু সবাই অংশ নিয়েছিল। আমরা ভেবেছিলাম এমন একটি দেশ গড়ব, যেখানে সবার অধিকার রক্ষা হবে। কিন্তু আজো ধর্ষণের ঘটনা বাড়ছে। গত ৫ বছরে ৬ হাজার ৩০৫ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৪৭১ জনের বয়স ১৮ বছরের নিচে।”

তিনি আরো বলেন, “চলতি বছরের মাত্র দুই মাসেই ১০৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই পরিসংখ্যান আমাদের লজ্জিত করে।”

জবি শিক্ষার্থী ইশারতি ইমু বলেন, “আমরা বারবার মানববন্ধনে দাঁড়াচ্ছি, কিন্তু সমাধান আসছে না। ভিকটিম নয়, ধর্ষককে যদি সমাজে হাইলাইট করা হত, তবে এ অপরাধ অনেকটা কমে যেত। এসব ঘটনার পুনরাবৃত্তি নারীদের উচ্চশিক্ষা ও নিরাপত্তার পথে বড় বাধা তৈরি করছে।”

এতে ছাত্রী সংস্থার প্রতিনিধি মোছা.

তারিনসহ ১৮–২০ জন নারী শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। অংশগ্রহণকারীরা ধর্ষণবিরোধী স্লোগান দেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বন্দরের ৯টি ওয়ার্ডে পানি সংকট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়া পাম্প বর্তমান জায়গায় পুণঃস্থাপন ও পানি সরবরাহের দায়িত্ব পুনরায় ওয়াসার কাছে ন্যাস্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর)  সকাল ১০টায় বন্দর থানার  ২৪ নং ওয়ার্ডের বন্দরের চৌরাপাড়া পাম্প হাউসের সামনে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা, বন্দর নাগরিক কমিটি(বনাক) ও এলাকাবাসীর উদ্যোগে  এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, শ্রমিক নেতা দাউদ আলী. ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ উজ্জল, মোহাম্মদীয়া জামে মসজিদ কমিটির সহসভাপতি আলী আহমেদ, ক্বারী মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদ হোসেন, আলহাজ্ব হাফেজ গাজী, মোঃ রিপন, শওকত হোসেন, আলী বাহার প্রমুখ। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর , বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ ৯টি ওয়ার্ডেই তীব্র পানি সংকট বিরাজ করছে। সরবরাহকৃত পানিও ময়লাযুক্ত এবং দুর্গন্ধময় হওয়ায় তা পান করা যায় না। এ ছাড়া চৌরাপাড়া পাম্প হাউসের পাম্পটি সাড়ে ৪ বছর ধরে বিকল হয়ে আছে। অজ্ঞাত কারণে পাম্পটি মেরামত কিংবা নতুন পাম্প স্থাপন করা হচ্ছেনা।

এ কারণে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। অবিলম্বে পানি সংকট নিরসনে উদ্যোগ না নিলে মানববন্ধন থেকে নগরভবন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • কক্সবাজারে নদীবন্দরের সীমানা নিয়ে উত্তেজনা, বিক্ষোভে পিছু হটল বিআইডব্লিউটিএ
  • বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন  
  • রূপগঞ্জের হোড়গাঁয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন