চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট বা ঘনচিনির আরও একটি চালান জব্দ করা হয়েছে। চালানটিতে ৪ হাজার ২০০ কেজি ঘনচিনি রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের সহযোগিতায় চট্টগ্রাম কাস্টমসের গোয়েন্দা কর্মকর্তারা চালানটি জব্দ করেন। পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে চালান জব্দের কথা জানায়।

এ নিয়ে তিন মাসের ব্যবধানে ঘনচিনির তিনটি চালান জব্দ করা হয়েছে। সব মিলিয়ে ৩টি চালানে ১০৪ টন ঘনচিনি রয়েছে। আজ বুধবার এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার কেরানীগঞ্জের এজাজ ট্রেডিং চীন থেকে ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণায় এক কনটেইনার পণ্য আমদানি করে। এই পণ্য বর্জ্যপানি পরিশোধনে ব্যবহৃত হয়। গত ২১ অক্টোবর চালানটি চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামানো হয়, তবে চালানটি নিয়ে সন্দেহজনক তথ্য পেয়ে তা খালাস স্থগিত করে কাস্টমস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বর কনটেইনার খুলে দুই ধরনের পণ্য পাওয়া যায়। দুই ধরনের পণ্যের নমুনা চট্টগ্রাম কাস্টমসের ল্যাবে রাসায়নিক পরীক্ষা করা হয়।

রাসায়নিক প্রতিবেদন অনুযায়ী, চালানটিতে ১৭ হাজার ৮০০ কেজি ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ পাওয়া গেলেও বাকি ৪ হাজার ২০০ কেজি ঘনচিনি হিসেবে শনাক্ত করা হয়েছে।

জব্দ হওয়া ঘনচিনির চালান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঘনচ ন র চ ল নট

এছাড়াও পড়ুন:

মামদানি উঠছেন ‘গ্রেসি ম্যানশনে’, কারণ পরিবারের নিরাপত্তা

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেছেন, জানুয়ারিতে শপথ গ্রহণের পর তিনি এবং তাঁর স্ত্রী মেয়রের সরকারি বাসভবন ‘গ্রেসি ম্যানশনে’ যেতে  প্রস্তুত আছেন।

মামদানি বলেছেন, দুটি উদ্দেশ্য সামনে রেখে গ্রেসি ম্যানশনে যাওয়ার এ সিদ্ধান্ত তাঁর। একটি হলো পরিবারের সুরক্ষা। আর দ্বিতীয়টি নিউইয়র্কবাসীর জন্য ‘সাশ্রয়ী জীবনযাপন কর্মসূচি’ বাস্তবায়নকাজে পুরোপুরি মনোনিবেশ করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মামদানি লেখেন, ‘আমার স্ত্রী রমা ও আমি জানুয়ারিতে গ্রেসি ম্যানশনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ওই পোস্টে মামদানি অ্যাস্টোরিয়ার বর্তমান আবাসটি তাঁর কাছে কতটা বিশেষ, সে কথাও উল্লেখ করেছেন। মামদানি বলেছেন, এ এলাকার প্রভাব সব সময় তাঁর মধ্যে ও তাঁর কাজের মধ্যে জীবিত থাকবে।

মামদানি লেখেন, ‘আমরা সবকিছু মিস করব—কখনো শেষ না হওয়া এডেনি চা, স্প্যানিশ, আরবি এবং সেখানকার সব ভাষায় প্রাণবন্ত আলাপচারিতা, ব্লকের ভেতর থেকে ভেসে আসা সামুদ্রিক খাবার ও শর্মার ঘ্রাণ।’

নির্বাচনী প্রচারণার সময় মামদানি সাশ্রয়ী জীবনযাপন এবং আবাসন খাতে স্থিতিশীলতা আনার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এর পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছেন। গত মাসে মেয়র নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয়ী হন।

জোহরান মামদানি

সম্পর্কিত নিবন্ধ