টিকনার হাসালেন, টিকনারই দুশ্চিন্তা বাড়ালেন
Published: 10th, December 2025 GMT
আড়াই বছর পর টেস্টে ফেরার দিনটিকে কী দারুণভাবেই না রাঙিয়ে তুলেছিলেন ব্লেয়ার টিকনার!
দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের দুটি উইকেট নিতে পেরেছে নিউজিল্যান্ড, দুটিই তাঁর। ক্যারিবীয় ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন যিনি, সেই শাই হোপকে ফিরিয়েছেন দ্বিতীয় সেশনে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ৭ উইকেটের ৪টিই তুলে নেওয়ার পর যখন পাঁচ উইকেটের অপেক্ষায়, তখন বড় ধাক্কা। ফিল্ডিংয়ে চোট পেলেন কাঁধে। যে চোটে স্ট্রেচারে মাঠ ছাড়ার পর অ্যাম্বুলেন্সে স্টেডিয়ামও ছাড়তে হয়েছে।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টিকনারের বিপরীতমুখী অভিজ্ঞতার দিনে কিছুটা এগিয়ে থেকেই মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২০৫ রানে থামিয়ে দিয়ে বিনা উইকেটে ২৪ তুলেছে স্বাগতিকেরা।
বিস্তারিত আসছে .
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শ্রীপুরে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বন্ধ কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ নানা দাবিতে কারখানার সামনে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া এলাকার কেটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় শ্রমিকদের ওই কর্মসূচি চলছিল। কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত অক্টোবর মাসের ৩০ শতাংশ ও নভেম্বর মাসের পুরো বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া ছুটির টাকা, হাজিরা বোনাসের টাকাও পরিশোধ করা হয়নি। বারবার তারিখ দিয়েও মালিকপক্ষ সময়মতো বেতন পরিশোধ করতে পারছে না। এ অবস্থায় আজ সকালে শ্রমিকেরা কাজে এসে দেখতে পান কারখানার মূল ফটকে ছুটির নোটিশ ঝুলছে। এ কারণে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন। পরে শ্রীপুর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে আসে।
ওই কারখানার শ্রমিক মো. আজমল বলেন, বেতন না পেয়ে তাঁরা বাড়িভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে পারছেন না।
আরেক শ্রমিক রাসেল রানা বলেন, তাঁদের ঘাম ঝরানো টাকা নিয়ে এমন টালবাহানা মেনে নেবেন না। টাকা পরিশোধ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে।
এ বিষয়ে কারখানার ডিজিএম (অপারেশন) ফারুক হোসেন খান বলেন, ‘ক্রয়াদেশ না থাকায় কয়েক মাস ধরে শ্রমিকেরা কারখানায় এসে বসে থাকেন। মালিকপক্ষ গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছে, চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কাজ চলছে।’
শিল্প পুলিশের শ্রীপুর সাবজোন ইনচার্জ আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আজকেই অক্টোবরের বকেয়া পরিশোধ করে দেবে। আর বাকি টাকাও শিগগির পরিশোধ করবে। শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করছেন। পরে হয়তো তাঁরা চলে যাবেন।’