দুঃসময়ে লিভারপুলের একটু স্বস্তি, ইয়ামালের রেকর্ডের দিনে হাসল বার্সাও
Published: 10th, December 2025 GMT
চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে মাঠে নেমেছিল লিভারপুল, ইন্টার মিলান, বার্সেলোনা, চেলসি এবং বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তিগুলো। ঘরে-বাইরে দুঃসময় পার করতে থাকা লিভারপুল স্বস্তির জয় পেয়েছে ইন্টারের বিপক্ষে। পিছিয়ে পড়েও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জিতেছে বার্সেলোনা। একইভাবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে জিতেছে বায়ার্ন মিউনিখও। তবে ফেবারিটদের মধ্যে চেলসি হেরে গেছে আতালান্তার মাঠে। তাও শুরুতে এগিয়ে যাওয়ার পরও। দুঃসময়ে লিভারপুলের স্বস্তির জয়
মাঠের সময়টা ভালো যাচ্ছিল না লিভারপুলের। এর মধ্যে মোহাম্মদ সালাহর বিস্ফোরক মন্তব্য ড্রেসিংরুমে লাগা আগুনটাকে ছড়িয়ে দেয় বাইরেও। এই ঘটনার জেরে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগের স্কোয়াড থেকে বাদও পড়েন ক্লাব ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। সালাহকে ছাড়াই গতকাল রাতে সান সিরোতে ইন্টারের বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। যেখানে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে ‘অল রেড’রা।
ইন্টার মিলানকে হারিয়েছে লিভারপুল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইলের কান্দিলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
আরো পড়ুন:
সড়ক দুর্ঘটনায় শিমুল বিশ্বাসসহ আহত ৪
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
নিহতরা হলেন- ট্রাক চালক শেরপুরের সোহেল এবং মুরগির পাইকার টাঙ্গাইল মির্জাপুরের আমিনুর।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই কামরুল হাসান জানান, রাতে জামালপুর থেকে ঢাকাগামী একটি হাঁস-মুরগি ও চাল বোঝাই ট্রাক সামনে থাকা কার্ভাড ভ্যানেকে পেছনে থেকে ধাক্কা দেয়। এসময় ট্রাকটির চালক এবং হাঁস-মুরগির পাইকার নিহত হন। আহত হন তিনজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা/কাওছার/মাসুদ