নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বাবুপুর বাজার, বাকা-জুকা, পাটনা ও বড়নাল বাজার এলাকায় অবস্থিত ইট ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.

আব্দুল মালেক মিয়া পরিচালনায় জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, পুলিশ ও আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযানের সময় উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন:

হবিগঞ্জে অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে বায়ু

ইটভাটা সচল করার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

নড়াইল পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনব্যাপী কালিয়া উপজেলার বাবুপুর বাজার, বাকা-জুকা, পাটনা ও বড়নাল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট মেসার্স বি বি সি ব্রিকস, মেসার্স এস এস বি ব্রিকস, মেসার্স স্টোন ব্রিকস, মেসার্স চৌধুরী ব্রিকস, মেসার্স আর বি আই ব্রিকস এবং জিকজ্যাক পদ্ধতির মেসার্স এস এম বি ব্রিকস নামে ছয়টি ইট ভাটার চিমনি, কীলন এবং ইট ভাটার সমস্ত কাঁচা ইট ভেঙে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর খুলনার বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, “ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে পরিবেশের জন্য যে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তার জন্যেই এ অভিযান। অভিযানে ছয়টি অবৈধ ইট ভাটা ভেঙে দেওয়া হয়েছে। অবৈধ ভাটার বিরুদ্ধে
আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইট ভ ট ইট ভ ট

এছাড়াও পড়ুন:

প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ