একদল টি-টোয়েন্টি বিশ্বকাপের চ‌্যাম্পিয়ন, ভারত। আরেকদল রানার্সআপ, দক্ষিণ আফ্রিকা। তাদের লড়াইটা হবে জম্পেশ। এমনটাই প্রত‌্যাশা করা হয়। কিন্তু কোটাকে গতকাল ভারত যেভাবে দক্ষিণ আফ্রিকাকে হারাল তাতে টি-টোয়েন্টির আমেজটাই থাকল না।

আগে ব‌্যাটিংয়ে নেমে ভারত ৬ উইকেটে ১৭৫ রানের বিশাল সংগ্রহ পায়। দক্ষিণ আফ্রিকা জবাব দিতে নেমে গুটিয়ে যায় মাত্র ৭৪ রানে। যা তাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রান। এর আগে রাজকোটে ভারতের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ৮৭ রানে, ২০২২ সালে।

ভারতের শুরুর ব‌্যাটিংও তেমন জমেনি। ৪৮ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। সুস্থ হয়ে মাঠে ফিরে শুভমান গিল ৪ রানে আউট হন। অধিনায়ক সূর্যকুমার যাদব ১২ ও অভিষেক শর্মা ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করে আউট হন। সেখান থেকে তিলাক ভার্মা ও অক্ষর পাটেল জুটি গড়েন। দুজনই বিশের ঘরে আটকে যান। তিলক ২৬ ও অক্ষর ২৩ রান করেন।

ছয়ে নেমে দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া। ১২তম ওভারে মাঠে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলেন তিনি। পাল্টে দেন স্কোরবোর্ডের চিত্র। ২৮ বলে ৫৯ রান করেন ৬ চার ও ৪ ছক্কায়। তার শেষের ঝড়েই ভারত লড়াকু পুঁজি পায়। যা বোলারদের জন‌্য যথেষ্ট হয়ে যায়।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে ৩১ রানে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি। ২ উইকেট নেন লুথো সিমপালা।

জবাব দিতে নেমে চরম ব‌্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। কুইন্টন ডি কক রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক মার্করাম ও ট্রিস্টিয়ান স্টাবস ১৪ রানের দুটি ইনিংস খেলেন। চারে নামা ডেয়াল্ড ব্রেভিস সর্বোচ্চ ২২ রান করেন। বাকিরা কেউ আর ভালো করতে পারেননি। দলের ছয় ব‌্যাটসম‌্যানই পৌঁছতে পারেননি দুই অঙ্কের ঘরে। মাত্র ১২.

৩ ওভারেই শেষ হয় তাদের ইনিংস।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তি ও অক্ষর পাটেল। হার্দিক পান্ডিয়া ও শিভাব দুবেও পেয়েছেন ১টি করে উইকেট।

এই ম‌্যাচে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন জসপ্রিত বুমরাহ। তিন ফরম‌্যাটে ১০০ উইকেট নেওয়ার এলিট ক্লাবের নতুন সংযোজন বুমরাহ। যে ক্লাবে আগে থেকে আছেন সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, টিম সাউদি ও শাহীন শাহ আফ্রিদি।

অলরাউন্ড পারফরম‌্যান্সে ম‌্যাচ সেরা নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। ৫ ম‌্যাচ সিরিজে ভারত ১-০ ব‌্যবধানে এগিয়ে। ১১ ডিসেম্বর নিউ চন্ডিগরেই দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট ন র ন কর

এছাড়াও পড়ুন:

দক্ষিণ আফ্রিকার লজ্জার রেকর্ড, ভারতের বড় জয়ের দিনে বুমরার ‘১০০’

বড় জয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ভারত। কটকে আজ প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট ১৭৫ রান তোলে ভারত। রান তাড়ায় লজ্জার রেকর্ড গড়ে ১২.৩ ওভারেই ৭৪ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের এটিই দলীয় সর্বনিম্ন। আগের সর্বনিম্নও ভারতের বিপক্ষেই। ২০২২ সালে রাজকোটে রান তাড়ায় ৮৭ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

তিন বছর আগের সেই ম্যাচে ৩১ বলে ৪৬ রান করা হার্দিক পান্ডিয়া আজও ঝড় তুলেছেন ব্যাট হাতে। ছয়ে নেমে ২৮ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন। ১২তম ওভারে ভারত ৭৮ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে আসা পান্ডিয়ার মেরেছেন ৬টি চার ও ৪টি ছক্কা।

পান্ডিয়া ব্যাটিংয়ে নামার পর শেষ ৫০ বলে ৯৭ রান তোলে ভারত। অক্ষর প্যাটেল (২১ বলে ২৩), শিবম দুবে (৯ বলে ১১) ও জীতেশ শর্মারা (৫ বলে অপরাজিত ১০) ভালো সঙ্গ দিয়েছেন পান্ডিয়াকে।

২৮ বলে ৫৯ রান করেছেন হার্দিক পান্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ

  • দক্ষিণ আফ্রিকার লজ্জার রেকর্ড, ভারতের বড় জয়ের দিনে বুমরার ‘১০০’