চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি
Published: 10th, December 2025 GMT
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারার প্রতিবাদে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম। আজ বুধবার সকালে চট্টগ্রাম নগরের দেওয়ান হাট মোড়ে সমাবেশ করেন স্কপের নেতা-কর্মীরা। পরে সেখান থেকে আগ্রাবাদ মোড় এলাকা পর্যন্ত লাল পতাকা মিছিল করা হয়।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে শ্রমিক সংগঠনগুলো। আন্দোলনের অংশ হিসেবে এই লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে স্কপ৷
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) জেলা কমিটির সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান; বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন প্রমুখ।
সমাবেশে কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, ‘উপদেষ্টা বলেন, বন্দরে চাঁদাবাজি হয়। এ ধরনের বক্তব্য তিনি কিসের ভিত্তিতে দেন জানা নেই। উপদেষ্টাকে তাঁর বক্তব্য প্রত্যাহার করতে হবে।’
এর আগে গত সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.
স্কপের সমাবেশে নেতা-কর্মীরা নৌ উপদেষ্টার এই বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, বন্দর জনগণের সম্পত্তি। এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। উপদেষ্টাকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিল করতে হবে। না হয় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে মিছিল নিয়ে আগ্রাবাদ মোড়ে কর্মসূচি শেষ করেন নেতা-কর্মীরা। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ। তাই নেতা-কর্মীদের আগ্রাবাদ মোড়ে কর্মসূচি শেষ করতে বলা হয়। তাঁরা সেখানে কর্মসূচি শেষ করে চলে গেছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইকিউ এসি চতুর্থ বর্ষের কর্মশালা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইকিউ এসি চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য এথিক্স, ক্যারিয়ার প্ল্যানিং, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারভিউ হ্যাক্স শিরোনামে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক সুমনকান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন।
কর্মশালার সভাপতিত্ব করেন, আইকিউ এসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউ এসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. তানভীর আহমেদ।
ঢাকা/স্বরলিপি