টিকনার-রের বোলিং তোপে প্রথম দিন নিউ জিল্যান্ডের
Published: 10th, December 2025 GMT
ওয়েলিংটনে আজ বুধবার থেকে শুরু হয়েছে নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট। টস জিতে নিউ জিল্যান্ড আগে ফিল্ডিং বেছে নেয় এবং দারুণভাবে সেটা কাজে লাগায়। টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ৭৫ ওভারে অলআউট করে ২০৫ রানে। এরপর ব্যাট করতে নেমে ৯ ওভারে বিনা উইকেটে ২৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। ক্যারিবিয়ানদের চেয়ে এখনো তারা পিছিয়ে ১৮১ রানে। ডেভন কনওয়ে ১৬ ও টম ল্যাথাম ৭ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
ওয়েস্ট ইন্ডিজকে অল্পরানেই গুটিয়ে দিতে বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন ব্লেয়ার টিকনার ও মাইকেল রে। টিকনার ১৬ ওভারে ৩২ রানে ৪টি উইকেট নিয়েছেন। আর রে ১৮ ওভারে ৬৭ রানে নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া জ্যাকব ডাফি ও গ্লেন ফিলিপস ১টি করে উইকেট নেন।
আরো পড়ুন:
শিরোপা উদযাপনে বগুড়ায় থেকে গিয়েছিলেন আকবররা
অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন মার্ক উড, দলে ফিশার
ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের কেউ ফিফটি ছুঁতে পারেননি। শেই হোপ সর্বোচ্চ ৪৮ রান করেন ৮টি চারে। উদ্বোধনী ব্যাটার জন ক্যাম্পবেল ৬টি চারের মারে করেন ৪৪ রান। এছাড়া ব্রান্ডন কিং ৩৩ ও রোস্টন চেজ করেন ২৯ রান।
প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং সুবিধার হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তবে দ্বিতীয় ইনিংসে রেকর্ড ৫৩১ রান তাড়া করতে নেমে জাস্টিন গ্রেভসের অপরাজিত ডাবল সেঞ্চুরি (২০২) ও হোপের ১৪০ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ৪৫৭ রান তুলে ম্যাচটি ড্র করে। এবারও তেমন কিছু হয় কিনা দেখার বিষয়।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইক ট প রথম
এছাড়াও পড়ুন:
রান্নাঘরে ছিলেন মা, ঘরে রাখা বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বালতির পানিতে ডুবে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাতটার দিকে খারনৈ ইউনিয়নে মেদিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত শিশুটির নাম নাদিয়া আক্তার। সে একই গ্রামের শ্রমিক নবাব মিয়া ও গৃহিণী শুভা আক্তার দম্পতির একমাত্র মেয়ে।
পরিবার ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, আজ সকালে নবাব মিয়া কাজে বের হন। এ সময় শিশু নাদিয়াকে শোবার ঘরের মেঝেতে রেখে পাশের ঘরে রান্না করতে যান মা শুভা। শিশুটি খেলতে খেলতে হঠাৎ পানিভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর মা গিয়ে দেখেন নাদিয়া উপুড় হয়ে বালতিতে পড়ে আছে। এ সময় শুভার চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে নাদিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন পাল জানান, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।