প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে এনসিপি
Published: 10th, December 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
প্রার্থীদের নাম ঘোণার আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তাঁরা ব্যালট রেভুলেশনে যাচ্ছেন।
নির্বাচের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান নাসীরুদ্দীন। একই সঙ্গে তিনি দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন।
নাসীরুদ্দীন বলেন, প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে।
এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, মনোনয়ন ফরম দেশের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন তাঁরা। দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এনস প র
এছাড়াও পড়ুন:
থানার পাশের দিঘিতে ভাসছিল এক ব্যক্তির লাশ, মাথায় আঘাতের চিহ্ন
ফেনী সদর মডেল থানার সঙ্গে লাগোয়া রাজাঝির দিঘি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক কর্মচারী মাছের খাবার দিতে গিয়ে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪২ বছর। তাঁর পরনে শার্ট, লুঙ্গি ও মাফলার ছিল।
দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মো. শাহীন নামের ওই ব্যক্তি প্রথম আলোকে বলেন, প্রতি রাতে দিঘিতে মাছের খাবার দেওয়ার বিষয়টি আমি তদারক করি। এরই অংশ হিসেবে গতকাল দিঘির পশ্চিম পাড় দিয়ে হাঁটার সময় লাশটি দেখতে পাই। এরপর পুলিশকে খবর দিই।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
সজল কান্তি দাশ আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতে পুলিশ চেষ্টা করছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।