ফেনী সদর মডেল থানার সঙ্গে লাগোয়া রাজাঝির দিঘি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক কর্মচারী মাছের খাবার দিতে গিয়ে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪২ বছর। তাঁর পরনে শার্ট, লুঙ্গি ও মাফলার ছিল।

দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মো.

শাহীন নামের ওই ব্যক্তি প্রথম আলোকে বলেন, প্রতি রাতে দিঘিতে মাছের খাবার দেওয়ার বিষয়টি আমি তদারক করি। এরই অংশ হিসেবে গতকাল দিঘির পশ্চিম পাড় দিয়ে হাঁটার সময় লাশটি দেখতে পাই। এরপর পুলিশকে খবর দিই।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

সজল কান্তি দাশ আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতে পুলিশ চেষ্টা করছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মেসির হাতে আরেকটি পুরস্কার, এমএলএসে নতুন রেকর্ড

টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এমএলএসের তিন দশকের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার, যিনি টানা দুবার এই পুরস্কার জিতলেন।

এর আগে ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন মেসি। এ বছর তাঁর দল ইন্টার মায়ামি নিয়মিত মৌসুমের সাপোর্টার্স শিল্ড জিততে না পারলেও পরে এমএলএস কাপ জিতেছে।

গত রোববার চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামি। শিরোপা জয়ের পথে ফাইনালে তিন গোলের দুটিই হয়েছে মেসির অ্যাসিস্টে। শুধু ফাইনালেই নয়, পুরো ২০২৫ আসরজুড়ে মেসি ছিলেন ছন্দে।

আরও পড়ুনমেসির শিরোপা ৪৭ না ৪৮টি, এ নিয়ে বিতর্ক কেন০৭ ডিসেম্বর ২০২৫

এমএলএসের নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচ খেলে করেন ২৯ গোল, সঙ্গে ছিল ১৯টি অ্যাসিস্ট। যা ২০২৪ আসরের চেয়ে বেশি। সে বার ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে এমভিপি হয়েছিলেন তিনি। এমএলএসে নিয়মিত মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল সাপোর্টার্স শিল্ড জেতে।

মেসির হাতে আরেকটি শিরোপা

সম্পর্কিত নিবন্ধ