যুক্তরাষ্ট্র নিরাপত্তার নিশ্চয়তা দিলে নির্বাচন আয়োজনে প্রস্তত ইউক্রেন, বললেন জেলেনস্কি
Published: 10th, December 2025 GMT
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অন্য মিত্রদেশগুলো ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তিনি তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনে প্রস্তুত আছেন। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি এ কথা বলেন।
যুদ্ধকালে নির্বাচন করা আইনত নিষিদ্ধ। তবে গত বছরই প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয়ে যাওয়া জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন আয়োজনের জন্য চাপ দিয়ে যাচ্ছেন। রাশিয়ার সঙ্গে প্রায় চার বছরের যুদ্ধ অবসান করে দ্রুত শান্তি প্রতিষ্ঠার জন্য কিয়েভকে চাপ দিচ্ছেন তিনি।
জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ‘আমি নির্বাচনের জন্য প্রস্তুত। আমি আরও বলব যে যুক্তরাষ্ট্র প্রয়োজনে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মিলে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আমাকে সহযোগিতা করুক। আর এরপর ৬০ থেকে ৯০ দিনের মধ্যে ইউক্রেন নির্বাচন আয়োজনে প্রস্তুত থাকবে।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে, তা মানতে রাজি নয় ইউক্রেন। পরিকল্পনাটি রাশিয়াকে সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। ইউক্রেন যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চাইছে, যার আওতায় কিয়েভে নতুন হামলা চালানো থেকে বিরত থাকবে মস্কো।গতকাল মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোতে ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সেখানে ট্রাম্প বলেছেন, ইউক্রেন সরকার নির্বাচন এড়ানোর অজুহাত হিসেবে যুদ্ধকে ব্যবহার করছে।
ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন যে তারা গণতন্ত্রের কথা বলে। কিন্তু এক জায়গায় গিয়ে এটি আর গণতন্ত্র থাকে না।’
তবে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করছেন বলে যে অভিযোগ উঠেছে, তাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন জেলেনস্কি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে, তা মানতে রাজি নয় ইউক্রেন। পরিকল্পনাটি রাশিয়াকে সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। ইউক্রেন যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চাইছে, যার আওতায় কিয়েভে নতুন হামলা চালানো থেকে বিরত থাকবে মস্কো।
জেলেনস্কি ও অন্য কর্মকর্তারা নিয়মিতই যুদ্ধ পরিস্থিতির কথা বলে ইউক্রেনে নির্বাচন আয়োজনের ধারণাটি খারিজ করে আসছেন। তাঁদের যুক্তি হলো, ইউক্রেনে প্রায়ই রাশিয়া বিমান হামলা চালাচ্ছে, প্রায় ১০ লাখ সেনা যুদ্ধক্ষেত্রে অবস্থান করছেন এবং অনেক ইউক্রেনীয় নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।
জেলেনস্কি ও অন্য কর্মকর্তারা নিয়মিতই যুদ্ধ পরিস্থিতির কথা বলে ইউক্রেনে নির্বাচন আয়োজনের ধারণাটি খারিজ করে আসছেন। তাঁদের যুক্তি হলো—ইউক্রেনে প্রায়ই রাশিয়া বিমান হামলা চালাচ্ছে, প্রায় ১০ লাখ সেনা যুদ্ধক্ষেত্রে অবস্থান করছে এবং অনেক ইউক্রেনীয় নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।এ ছাড়া ইউক্রেনের এক–পঞ্চমাংশ এলাকা রাশিয়ার দখলে থাকায় সেসব এলাকার মানুষের ভোট দেওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকার মানুষেরাও অনিশ্চয়তার মধ্যে থাকেন।
গতকাল জেলেনস্কি বলেছেন, দেশে সামরিক আইন জারি থাকা অবস্থাতেও নির্বাচন আয়োজনের সুযোগ দিয়ে আইন প্রণয়নের জন্য তিনি পার্লামেন্টে আবেদন জানাবেন।
জনমত জরিপে দেখা গেছে, ইউক্রেনের মানুষ যুদ্ধকালীন নির্বাচনের বিরোধী। কিন্তু তারা ২০১৯ সালের জাতীয় নির্বাচনের পর থেকে মূলত অপরিবর্তিত থাকা রাজনৈতিক পরিসরে নতুন নেতৃত্ব দেখতে চায়।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নাকি পড়েই দেখেননি জেলেনস্কি, হতাশা প্রকাশ ট্রাম্পের০৮ ডিসেম্বর ২০২৫আরও পড়ুন‘শান্তির জন্য ভূখণ্ড ছাড় নয়’১০ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র ইউক র ন র ইউক র ন য ন শ চয়ত প রস ত র জন য
এছাড়াও পড়ুন:
ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা চলছে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি দল শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে। তাদেরকে (ওই দল) জনগণ এরই মধ্যে চিনেছে। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।
আজ সোমবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানে ছাত্রদলের সারা দেশের জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের হাজারের বেশি নেতা অংশ নেন।
কোনো নাম উল্লেখ না করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ধর্ম ব্যবসায়ীদের দল একটি মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়ার কথা বলছে। তারা কেবলই বলছে, এখানে একটা মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাওয়া যাবে। তার আগে ইহকালে কীভাবে চলবে—এটা নিয়ে কোনো বক্তব্য নেই।’
বিএনপি জনগণের ভোট চায় জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি জনগণকে কী দিতে চায়, সেই পদক্ষেপ নিয়েছে। বিএনপি ধর্মের ট্যাবলেট বিক্রি করতে পারে না।
বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় চালানো অপপ্রচারের পাল্টা জবাব দিতে ছাত্রদলের নেতাদের প্রতি আহ্বান জানান এই নেতা।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি ১৯৭৫ সালে প্রায় ছিনতাইকৃত গণতন্ত্রকে ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে পুনরুদ্ধার করেছেন। এরপর তিনি রাষ্ট্রপতি হয়েছেন। পরবর্তী সময়ে পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন। সেদিন বাংলাদেশের মূল ভিত্তি রচনা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উপস্থিত ছিলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।
ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ফ্যামিলি ও কৃষক কার্ড, কর্মসংস্থানসহ আটটি বিষয়ে কীভাবে কাজ করা হবে—এ নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জন্য ধারাবাহিক কর্মশালা বা অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি।
এসব অনুষ্ঠান শুক্রবার বাদে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দলসহ অন্য সহযোগী সংগঠনের নেতারা অংশ নেবেন।
আরও পড়ুন:
’৭১-এ জামায়াত কী কী করেছিল, মনে রাখতে বললেন তারেক রহমান
জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে বলুক তারা: মির্জা ফখরুল