চট্টগ্রামের লোহাগাড়ায় ছাত্রশিবিরের স্থানীয় এক নেতার বাবাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা চৌধুরী পুকুরপাড় এলাকা থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়।

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৫)। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। তাঁর বাড়ি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ায়। তাঁর ছেলে শফিকুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের বড়হাতিয়া ইউনিয়ন শাখার দায়িত্বে রয়েছেন।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত নুরুল ইসলাম রাতে গাড়ি চালাতেন। আজ ভোরে গুলি করে তাঁকে দুর্বৃত্তদের কেউ হত্যা করেছে।

আজিজুল হক বলেন, ভোর পাঁচটার দিকে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা কুমিরাঘোনা এলাকায় নুরুল ইসলামকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ছেলে ও ইউনিয়ন শিবিরের সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম আমার বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমার বাবার পরনে বড় সোয়েটার ছিল, তাই আমরা প্রথমে গুলি দেখতে পাইনি। হাসপাতালে নেওয়ার পর পিঠে গুলি দেখতে পেয়েছি।’

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় অন্তত ২৬টি ছররা গুলি লেগেছে। তাঁর অটোরিকশায়ও গুলির চিহ্ন আছে।

এসআই মাঈন উদ্দিন আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ল ইসল ম বড়হ ত য় প রথম

এছাড়াও পড়ুন:

বগুড়ায় আসামি ধরতে যাওয়া পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বগুড়ায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলা ও ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাতটার দিকে বগুড়া শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমাননগর এলাকার মাদক, ছিনতাই ও চুরির একাধিক মামলায় রিয়াদ নামের এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। রোববার সন্ধ্যায় তাঁকে ধরতে গেলে ওই আসামি ও তাঁর সহযোগীরা পুলিশের এটিএসআই বাবর আলীর ওপর হামলা করে। একপর্যায়ে পুলিশকে ছুরিকাহত করে পালিয়ে যান আসামি রিয়াদ।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, আহত পুলিশ কর্মকর্তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেটে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে সিআইডি কর্মকর্তা আহত
  • সিলেটে আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তা ছুরিকাহত
  • মার্কিন নাগরিক এনায়েত করিমের বিরুদ্ধে করা মামলায় কারাগারে শওকত মাহমুদ
  • বগুড়ায় আসামি ধরতে যাওয়া পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত
  • মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত