Prothomalo:
2025-12-10@04:22:30 GMT

কেমন হলো আর্কার শীত আয়োজন

Published: 10th, December 2025 GMT

‎‎আয়োজনের প্রথম দিনের থিম ছিল আধুনিক; দ্বিতীয় দিনের ঐতিহ্যবাহী; আর তৃতীয় দিনের টেকসই।

প্রথম দিনের ফ্যাশন শোতে অংশ নিয়েছে সিজ, কাঁঠাল, দানিয়া, রানাউ, রয়েল বাংলা কতুর, গ্রীষ্মসহ আরও কয়েকটি ব্র্যান্ড। এদিনের শোতে ছিল সিল্ক, ক্রেপ জর্জেট, ভেলভেট কাপড়ের নানা ধরনের পশ্চিমা পোশাক। পাশাপাশি পশ্চিমা পোশাকগুলোতে দেখা গেছে কাঁথাস্টিচ ও প্যাচওয়ার্কের কাজ।

রানওয়েতে দেখানো হয় নানা নকশার পোশাক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয় টেস্ট, প্রথম দিন;
সরাসরি, ভোর ৪টা;
টি স্পোর্টস।

আইএল টি-টোয়েন্টি
গালফ-শারজাহ
সরাসরি, রাত ৮টা ৩০টা;
টি স্পোর্টস।

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ক্লাব ব্রুজ-আর্সেনাল
সরাসরি, রাত ২টা;
সনি টেন ১।

রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি
সরাসরি, রাত ২টা;
সনি টেন ২ ও টেন ৩।

বিলবাও-পিএসজি
সরাসরি, রাত ২টা;
সনি টেন ৫।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ