বিগ ব্যাশে রিশাদ: আর কারা আছেন তাঁর দলে, কবে শুরু খেলা
Published: 10th, December 2025 GMT
এখন শুধু সময়ের অপেক্ষা। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন তিনি।
গত মৌসুমেও একই দলে সুযোগ পেয়েছিলেন রিশাদ। তবে সেবার বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় যেতে পারেননি। এবার আগেভাগেই রিশাদ পেয়েছেন অনাপত্তিপত্র। বিপিএল নিলামে সে কারণে তাঁর নামও ছিল না।
হোবার্টে বিদেশি ক্রিকেটার আছেন তিনজন। রিশাদ ছাড়াও তারা দলে নিয়েছে দুই ইংলিশ ক্রিকেটার—রেহান আহমেদ ও ক্রিস জর্ডানকে।
জর্ডান সর্বশেষ দুই মৌসুমেই হোবার্টে খেলেছেন। গতবার দলকে চ্যাম্পিয়ন করার পথে তিনি নিয়েছেন ৭ উইকেট। এর আগের বছর নিয়েছেন ৯ উইকেট। ডেথ ওভারে জর্ডানের ওপরই নির্ভর করে হোবার্ট। এবার বিগ ব্যাশের ড্রাফটে সবার আগে জর্ডানকেই দলে ডেকেছে তারা।
জর্ডানের পর দ্বিতীয় কলে হোবার্ট দলে নিয়েছে রিশাদকে। পরপর দুইবার রিশাদকে দলে নিয়েছে হোবার্ট, তার মানে এই লেগ স্পিনারকে ঘিরে নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে দলটির। ড্রাফটের তৃতীয় রাউন্ডে বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ ছাড়ার পর চতুর্থ রাউন্ডে ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদকে দলে নিয়েছে। মানে হোবার্টে তিনজন বিদেশি ক্রিকেটারের মধ্যে দুজনই লেগ স্পিনার। দুজনই আবার ব্যাট হাতে অবদান রাখতে পারেন।
দীর্ঘ সংস্করণের খেলা হলে ব্যাটিংয়ে নিঃসন্দেহে এগিয়ে থাকতেন রেহান। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেঞ্চুরি আছে ৬টি। সব ধরনের টি-টোয়েন্টিতে ৮৬ ম্যাচে তাঁর ফিফটি দুটি। স্ট্রাইক রেট ১২৩.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইরাক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবতার বিজয়
বিজয় মানেই সব সময় বিদেশি ঔপনিবেশিক শক্তিকে তাড়ানো নয়; কখনো কখনো বিজয় মানে হলো নিজ ঘরের ভেতরে বেড়ে ওঠা অশুভ ছায়াকে পরাজিত করে আলোর পথে ফেরা। আজ ১০ ডিসেম্বর, ইরাকের ‘বিজয় দিবস’ (ভিক্টোরি ডে)। ২০১৭ সালের এই দিনে ইরাক সরকার আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস বা দায়েশ) বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের ঘোষণা দিয়েছিল।
২০১৪ সাল। ইরাকের ইতিহাসের এক কালো অধ্যায়। দেশটির বিশাল অংশ দখল করে নেয় আইএস। মসুলসহ বড় বড় শহরে শুরু হয় তাদের বর্বর শাসন। প্রাচীন সভ্যতা ধ্বংস করা হয়, নির্বিচার হত্যা করা হয় ভিন্নমতাবলম্বীদের, আর নারীদের ওপর নেমে আসে মধ্যযুগীয় দাসপ্রথার নির্যাতন। মনে হচ্ছিল, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে হাজার বছরের সভ্যতা বুঝি চিরতরে হারিয়ে যাবে অন্ধকারের গহ্বরে।
আইএসকে পরাজিত করার পর ২০১৭ সালের ১০ ডিসেম্বর রাজপথে পতাকা হাতে উল্লসিত ইরাকি