ময়মনসিংহ নগরের থানাঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ)–এর মাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। নির্দেশনা জারির বিষয়টি এলাকাটিতে মাইকিং করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, থানাঘাট থেকে ট্রাফিক অফিস পর্যন্ত আজ একাধিক পক্ষ একই স্থানে এবং একই সময়ে সভা-সমাবেশ ডেকেছে। উক্ত সমাবেশ ঘিরে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ)–এর মাজার ৮ জানুয়ারি ১৭৯তম বার্ষিক ওরস উপলক্ষে ব্রহ্মপুত্র নদের পারে কাওয়ালি গানের আয়োজন করেন ভক্তরা। রাত ১১টার দিকে গানের অনুষ্ঠান শুরুর পর সাড়ে ১১টার দিকে সেখানে হামলা হয়। দ্রুত শিল্পীদের সরিয়ে দেওয়া হয়। মঞ্চ ও চেয়ার গুঁড়িয়ে চলে যায় দুর্বৃত্তরা। পরে রাত তিনটার দিকে মাজারে হামলা হয়। মাজারের পাকা স্থাপনার কিছু অংশ ও ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ৯ জানুয়ারি রাতে কোতোয়ালি মডেল থানায় মাজারটির অর্থ সম্পাদক মো.

খলিলুর রহমান বাদি হয়ে ১ হাজার ৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

মাজারে হামলা, ভাঙচুর, লুটতরাজ, দান বাক্স ডাকাতি ও কোরান শরীফ পোড়ানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানোর লক্ষ্যে বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদ আজ মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করে। ভাঙচুর করা মাজারের সামনে এ মানববন্ধনের আয়োজন করলে উত্তেজনা শুরু হয়। সোমবার রাতে ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ রেজাউল করিম আসলাম নিজের ফেসবুকে কর্মসূচি প্রকাশ করেন। তবে আজ রেজাউল করিম আসলামের মুঠোফোনে চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

আজ সকাল সাড়ে ১১টার দিকে মাজারের সামনে গিয়ে দেখা যায়, কোনো লোকজন নেই। পাশেই একটি গাড়িতে পুলিশ বসে আছে। ১৪৪ ধারা জারির বিষয়টি জানিয়ে চলছে মাইকিং।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, মাজারের পক্ষে ও বিপক্ষে একই সময়ে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুমিদস্যু সিন্ডিকেট জাল-জালিয়াতী ও অর্থের বিনিময়ে বিডিএস ভূমি জরিপে ব্যাক্তিগত পত্রিক সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

রবিবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এ মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেন তারা। এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী এমরান হোসেন, আনোয়ারা বেগম ও নিপা বেগম। 

এমরান হোসেন বলেন, আমার সিদ্ধিরগঞ্জ থানাধীন খোর্দ্দঘোষপাড়া মৌজার ১১২নং আর.এস দাগে পত্রিক সম্পত্তি রয়েছে। বিডিডিএল নামক একটি কোম্পানী ২০২২ সালে জোর পূর্বক অসৎ উদ্দেশ্যে ১১১ নং দাগে রাস্তা করার জন্য আমার ১১২নং দাগের ভূমি হতে এক শতাংশ ভূমি সিটি কর্পোরেশনের ড্রেন করার জন্য আমাকে সাজু ডেভেলপারসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি এর সঙ্গীয় সন্ত্রাসী শাহজালাল বাদলসহ অজ্ঞাত সন্ত্রাসী লোকজন অস্ত্রের মুখে জিম্মি করে আমার জমির উপর দিয়ে ড্রেন করে জোর পূর্বক এক শতাংশ জমি আত্মসাৎ করে। 

তখন আমি ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হওয়াতে উক্ত বিষয়ে কিছুই করতে পারি নাই। ২০২৫ সালের মার্চ মাসে যখন বিডিএস জরিপ শুরু হয় তখন আমি উক্ত বিষয়টি তাহাদেরকে অবগত করি এবং উক্ত বিষয়ে মানববন্ধন করি। কিন্তু তাতেও কোন প্রতিকার পাই নাই। 

এমতাবস্থায় আমার পত্রিক সম্পত্তি রক্ষার জন্য জেলা প্রশাসক মহোদয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
 

সম্পর্কিত নিবন্ধ

  • পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
  • সাংবাদিক শামছুর ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত জিডি প্রত্যাহার
  • শরীয়তপুরে আইনজীবী সমিতির ভবনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন
  • প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে চবিতে মানববন্ধন
  • নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, প্রতিবাদে মানববন্ধন
  • শহীদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন
  • শরীয়তপুরে চিকন্দী আইনজীবী সমিতি ভবনে বোমা হামলা, প্রতিবাদে মানববন্ধন
  • নারায়ণগঞ্জে বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন
  • ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে ১২ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন
  • ববি শিক্ষকের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ সংবাদ প্রচারের অভিযোগ শিক্ষার্থীদের