খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৪
Published: 4th, February 2025 GMT
খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাকিবুর রহমান ওরফে জিতুসহ চার জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- জাহাঙ্গীর হোসেন মিয়া, শাওন ও সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ।
আরো পড়ুন:
ঢাকা থেকে নিখোঁজ কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার কুতুব উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেশ গড়তে প্রথম আলো অগ্রণী ভূমিকা রাখবে, প্রত্যাশা পাঠকদের
প্রথম আলো সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। প্রথম থেকেই বস্তুনিষ্ঠতা ও নীতিনৈতিকতা রক্ষা করে সংবাদ পরিবেশন করে আসছে পত্রিকাটি। ভিন্ন বৈশিষ্ট্যের কারণেই প্রথম আলো শীর্ষস্থান ধরে রেখেছে। একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী দেশ গড়তে প্রথম আলো অগ্রণী ভূমিকা পালন করবে—এটাই পাঠকদের প্রত্যাশা।
রোববার বিকেলে মানিকগঞ্জে প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সময়ে নাটোর ও মেহেরপুরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এসব সমাবেশে রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, কবি-সাহিত্যিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সহায়তা করেন বন্ধুসভার বন্ধুরা।
মানিকগঞ্জসমাবেশে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. শহীদুজ্জামান বলেন, ‘দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রথম আলো সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিটি কাজ করতে গেলে কিছুটা সীমাবদ্ধতা থাকে। প্রথম আলো অতীতের মতো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশা করি। শিক্ষার্থীদের লেখাপড়া, চাকরি নিয়ে প্রতিবেদন তুলে ধরলে শিক্ষার্থীরা তথা তরুণেরা উপকৃত হবে।’
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যমে নেতৃত্ব দিচ্ছে প্রথম আলো। শিক্ষাজীবনের শুরু থেকে তাঁরা প্রথম আলো পড়ে বড় হয়েছেন। প্রথম আলো পাঠকের চোখ খুলে দেয়। প্রথম আলো ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধের ইতিহাসকে, সেই সার্বভৌমত্বের ইতিহাসকে সমুন্নত রাখার জন্য যেভাবে সংবাদ প্রকাশ করা দরকার, প্রথম আলো সেই দায়িত্ব পালন করবে।
লেখক ও সাংবাদিক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘ভালো-মন্দ মিলিয়ে নানা সীমাবদ্ধতার মধ্যে আমাদের পথ চলতে হয়। আমরা দেখি যে পত্রিকাগুলোতে রাজনৈতিক বিষয়ে প্রাধান্য বেশি। কিন্তু আমাদের দেশের গ্রামগঞ্জে কৃষ্টিকালচারকে একটু প্রাধান্য দেওয়া দরকার।’
মানিকগঞ্জে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সুধী সমাবেশ। রোববার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে