জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা
Published: 14th, December 2025 GMT
‘জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫’ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য কেন্দ্রসচিবদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা নেওয়ার প্রস্তুতি, প্রশ্নপত্রের ব্যবহার, আসনব্যবস্থা, ক্যালকুলেটর ব্যবহারসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আজ রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এ চিঠি ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫’–এর সব কেন্দ্রের কেন্দ্রসচিবদের পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে—১.
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, বিষয়ে পূর্ণ নম্বর ১০০ ও পূর্ণ সময় ৩ ঘণ্টা এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০+৫০ নম্বরে, ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট সময়ে অংশগ্রহণ করবে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।
আরও পড়ুনজুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ০৯ ডিসেম্বর ২০২৫২.
পরীক্ষা শুরুর সাত দিন আগে ট্রেজারিতে বা থানা লকারের ট্রাংকে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা ঠিকভাবে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে সংশ্লিষ্ট ট্রেজারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্রসচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা অবশ্যই উপস্থিত থাকবেন।
৩.
প্রশ্নপত্রের ২ সেট পরীক্ষার তারিখ অনুসারে সেটভিত্তিক আলাদা করে নিরাপত্তা খামে প্যাকেট করতে হবে।
৪.
কোনো কেন্দ্রে আসন অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে ওই কেন্দ্রের পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানকে সাবসেন্টার করে পরীক্ষা নেওয়া যাবে।
৫.
প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখভিত্তিক প্রশ্নপ্রত্রের প্যাকেট সাজিয়ে নিরাপত্তা খামের গাম লাগিয়ে এবং কার্টন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে এবং নিরাপত্তা খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড অবশ্যই লিখতে হবে। এ বিষয়ে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্রসচিবের দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে।
৬.
ট্রেজারি থেকে পরীক্ষার দিনগুলোয় ট্রেজারি কর্মকর্তার কাছ থেকে ওই দিনের প্রশ্নপত্রের নিরাপত্তা খাম ২ সেট গ্রহণ করতে হবে।
৭.
অত্যন্ত সতর্কতার সঙ্গে থানা/ট্রেজারি থেকে নিরাপত্তা প্রহরাসহ প্রশ্নপত্রের প্যাকেট (নিরাপত্তা খাম) কেন্দ্রে আনতে হবে।
৮.
প্রশ্নপত্র ব্যবহারের এসএমএস মোতাবেক সেট ব্যবহার করতে হবে এবং এসএমএস পাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় উপজেলা কমিটির কাছে জমা দিতে হবে। উপজেলা কমিটি জেলা কমিটির কাছে জমা দেবেন।
৯.
কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মুঠোফোন বা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ছবি তোলা যায় না এমন মুঠোফোন কেন্দ্রসচিব ব্যবহার করতে পারবেন।
১০.
প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে ২ জন করে দায়িত্ব পালন করবেন।
১১.
কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসনব্যবস্থা করতে হবে।
আরও পড়ুনএমবিবিএস–বিডিএসে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজ, যেভাবে পাবেন শিক্ষার্থীরা৩ ঘণ্টা আগে১২.
পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময়ের পর কোনো পরীক্ষার্থী আসলে কেন্দ্রসচিব বিশেষ বিবেচনায় রেজিস্ট্রার খাতায় রোল নম্বর ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে রেজিস্ট্রার খাতাটি জমা দিতে হবে।
১৩.
পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে হ্যান্ডমাইক ব্যবহার করতে হবে, সম্ভব হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।
১৪.
প্রতিষ্ঠানপ্রধান তাঁর বিদ্যালয়ের প্রবেশপত্র নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং ২১ ডিসেম্বরের আগে তা পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ নিশ্চিত করবেন।
১৫.
পরীক্ষার্থীর প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে, তা অবশ্যই প্রবেশপত্র নেওয়া পাঁচ কর্মদিবসের মধ্যে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে সংশোধন করতে হবে।
১৬.
ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা যাবে না।
১৭.
পরীক্ষার্থীর হাজিরা শিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে নির্দিষ্ট তারিখ ও বিষয় লাল কালি দিয়ে অনুপস্থিত লিখে দিতে হবে।
আরও পড়ুনস্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, টিউশন ফি-আবাসন-স্বাস্থ্যবিমাসহ নানা সুবিধা৬ ঘণ্টা আগে১৮.
নির্দিষ্ট তারিখে পরীক্ষার সময়সূচি মোতাবেক পরীক্ষা নিতে হবে। উত্তরপত্রের প্যাকেট উপজেলা কমিটির কাছে বস্তায় সিলগালা করা অবস্থায় পৌঁছাতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহন কাজে পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে। বিষয় অনুসারে ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে। উত্তরপত্রের প্যাকেটের গায়ে কোনো চিহ্ন বা অতিরিক্ত কিছু লেখা থাকলে তার জন্য কেন্দ্রসচিব দায়ী থাকবেন। প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেট করতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের অবশ্যই ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্যাকেট আলাদা হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র–সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখতে হবে এবং অনলাইনে তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
এ ছাড়া ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫’-এর নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুনএইচএসসি পরীক্ষা-২০২৬ নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের১৩ ডিসেম্বর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র থ দ র পর ক ষ র থ র ক ন দ রসচ ব ব যবহ র কর র পর ক ষ র র ব যবহ র ড স ম বর ব যবস থ প রব শ কম ট র র জন য উপজ ল করব ন
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৩ ডিসেম্বর ২০২৫)
অ-১৯ এশিয়া কাপ ক্রিকেট
বাংলাদেশ-আফগানিস্তান
বেলা ১১টা, টি স্পোর্টস
আইএল টি-টোয়েন্টিরাইডার্স-ক্যাপিটালস
টি স্পোর্টস, রাত ৮-৩০মি.
ইংলিশ প্রিমিয়ার লিগলিভারপুল–ব্রাইটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
চেলসি-এভারটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
বার্নলি–ফুলহাম
রাত ১১-৩০মি. স্টার স্পোর্টস সিলেক্ট ১
আর্সেনাল–উলভারহ্যাম্পটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
আতলেতিকো–ভ্যালেন্সিয়া
সন্ধ্যা ৭টা, বিগিন অ্যাপ
বার্সেলোনা–ওসাসুনা
রাত ১১-৩০মি., বিগিন অ্যাপ