বিভিন্ন অপরাধে বুয়েটের ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার
Published: 4th, February 2025 GMT
অধ্যাদেশের বিভিন্ন ধারা ভঙ্গ করায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আট শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আরও ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা এবং ২৭ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর পরিচালক (ডিএসডাব্লিউ) অধ্যাপক ড.
তিনি বলেন, “বুয়েটের অধ্যাদেশের বিভিন্ন ধারা ভঙ্গ করার অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা ৪১টি মিটিং করেছেন। এরপর তারা উপাচার্যকে একটি প্রতিবেদন দেন। সেখানে কিছু সুপারিশ করা হয়। এরপর সেটি শৃঙ্খলা কমিটিতে উত্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তবে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ করেনি বুয়েট কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়েও এ ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। তবে গত ৫ আগস্টের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত করে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।
ছাত্রকল্যাণ পরিচালকের দেওয়া তথ্য মতে, আটজনকে আজীবনের জন্য এবং ১২ জনকে ৪-৬ টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। আর সাতজনকে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা বাইরে থেকে পড়ালেখা চালিয়ে যেতে পারবেন।
ছয়জনকে দুই টার্ম বহিষ্কার করা হয়েছে। তবে তাদের এ শাস্তি স্থগিত থাকবে। তারা স্বাভাবিকভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারবেন। কিন্তু পরবর্তীতে তারা যদি আবারো বুয়েটের অর্ডিন্যান্সের কোন ধারা লঙ্ঘন করেন, তখন সঙ্গে সঙ্গে এ শাস্তি অর্থাৎ দুই টার্ম বহিষ্কারাদেশ কার্যকর হবে। বাকি ২৭ জনকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সতর্ক করা হয়েছে।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মানিকগঞ্জে ৫ লাশ উদ্ধার
মানিকগঞ্জে ভিন্ন ভিন্ন ঘটনায় নিহত পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) বিভিন্ন উপজেলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানান, দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার ভাড়াবাসা থেকে দরজা ভেঙে আবু হানিফ (২৮) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন:
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা
জিসান হত্যা: আদালতে জবানবন্দি দিলেন ৩ আসামি
এছাড়া সদর উপজেলার জয়রা এলাকার মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন মধ্যবয়স্ক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল বসরের ছেলে। তিনি বিদেশে লোক পাঠানোর কাজ করতেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, নিহত হানিফের সাবেক স্ত্রী জরুরী সেবায় ফোনের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ ও বাড়ির মালিকসহ আশপাশের মানুষের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘিওর থানা পুলিশ জানান, সকালে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ এলাকায় সোনা মিয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত সোনা মিয়া ঘিওরের সিংজুরী ইউনিয়নের বেড়াভাঙ্গা এলাকার বাসিন্দা।
ঘিওর থানার ওসি কোহিনুর ইসলাম জানান, সোনা মিয়া তার বোনের জামাইয়ের বাড়িতে বেড়াতে যান এবং রবিবার (১২ অক্টোবর) রাতে খাবার খেয়ে ঘুমাতে যান। এরপর সকালে বোনের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত সোনা মিয়ার স্ত্রী জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় নিহত হন বলেও ওসি জানান।
সকালে সিংগাইর উপজেলায় বিষপানে নিহত গৃহবধূ রোজিনা আক্তারের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রোজিনা সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলি এলাকার আয়নাল মিয়ার স্ত্রী।
সিংগাইর থানার ওসি তৌফিক আজম জানান, রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে রোজিনা আক্তার বিষপান করেন এবং গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এছাড়া, সাটুরিয়ায় উপজেলায় একটি কারখানায় কাজ করার সময় ড্রামের চাপায় রাসেল মাহমুদ (৩৫) এক শ্রমিক নিহত হয়েছে।
নিহত রাসেল মাহমুদ জামালপুরের সদর উপজেলার রুহুল্লী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি ইনসেপ্টা ফার্মিসিউক্যাল কারখানায় শ্রমিকের কাজ করতেন।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, ইনসেপ্টা ফার্মিসিউক্যাল কারখানায় কাজ করার সময় শ্রমিক রাসেল মাহমুদের উপর ছাদ থেকে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে এবং রাসেল মাহমুদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/চন্দন/বকুল