বছরের শেষ লগ্নে মুক্তির পর আলোচনায় রয়েছে ‘ধুরন্ধর’ সিনেমা। আদিত্য ধর পরিচালিত এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। সিনেমাটিতে জুটি বেঁধেছেন বলিউড অভিনেতা রণবীর সিং ও সারা অর্জুন। কেবল বক্স অফিস নয়, দর্শক-সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছেন রণবীর-সারা। 

‘ধুরন্ধর’ সিনেমায় যখন রণবীর সিংয়ের বিপরীতে সারা অর্জুনকে কাস্ট করা হয়, তখনই বিতর্কের মুখে পড়েছিলেন এই জুটি। বিশেষ করে রণবীর সিং। কারণ সারা অর্জুনের চেয়ে ২০ বছরের বড় এই নায়ক। হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি বাঁধার ব্যাপারটি তখন ইতিবাচকভাবে গ্রহণ করেননি তার ভক্ত-অনুরাগীরা। তবে সেসবই এখন অতীত। পাশা উল্টে গেছে—একই মুখে এখন ভক্ত-অনুরাগীরা সারা অর্জুনের প্রশংসা করছেন। 

আরো পড়ুন:

পাঁচ দিনে ‘ধুরন্ধর’ সিনেমার আয় ৩০৬ কোটি টাকা

বছর শেষে রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমার হালচাল কী?

 

২০০৫ সালের ১৮ জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সারা অর্জুন। তার আরেক পরিচয় তিনি ভারতীয় জনপ্রিয় অভিনেতা রাজ অর্জুনের কন্যা। ফলে একটি সংস্কৃতিমনা পরিবারে তার বেড়ে ওঠা। মুম্বাইয়ে স্কুলের পড়াশোনা শেষ করেন সারা অর্জুন।  

 

মাত্র ১৮ মাস বয়সে প্রথমবার বিজ্ঞাপনে কাজ করেন সারা অর্জুন। বিজ্ঞাপনটিতে তার বাবা–মায়ের সঙ্গে একটি মলে দেখা যায় তাকে। এরপর ম্যাকডোনাল্ড’সসহ বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক বিজ্ঞাপনে কাজ করেন তিনি। মাত্র পাঁচ বছর বয়সেই ভারতের অন্যতম পরিচিত শিশুশিল্পী হয়ে ওঠেন সারা। 

 

দুই বছর বয়সে পরিচালক বিজয়ের একটি বিজ্ঞাপনে অভিনয় করেন সারা অর্জুন। কিন্তু এরপর সারার পরিবারের সঙ্গে বিজয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুম্বাই সফরের সময় আবার তাদের সঙ্গে দেখা হয় এই নির্মাতার। এ সাক্ষাতে বিজয় তার ‘দেবা তিরুমাগার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। তামিল ভাষার এ সিনেমায় সারা যাতে তামিল সংলাপগুলো বলতে পারেন, এজন্য তার বাবা–মা তাদের তামিল বন্ধু মহেশ্বরীর সাহায্য নেন। এ সিনেমায় যখন সারা অভিনয় করেন, তখন তার বয়স মাত্র ৬ বছর। মুক্তির পর সিনেমাটি যেমন প্রশংসা কুড়ায়, তেমনি সারাও শিশুশিল্পী হিসেবে খ্যাতি পান। 

 

এরপর সারা অভিনয় করে হিন্দি ভাষার অতিপ্রাকৃত ঘরানার ‘এক থি ডায়ান’ সিনেমায়। এটি পরিচালনা করেন কানান ইয়ার। একতা কাপুর প্রযোজিত এ সিনেমায় ‘মিশা’ চরিত্রে অর্থাৎ নায়িকার ছোট বোনের ভূমিকায় অভিনয় করেন তিনি। মুক্তির পর সমালোচকদের ইতিবাচক সমালোচনা পেলেও বাণিজ্যিকভাবে সফল হয়নি সিনেমাটি।

 

তারপর আর.

সুন্দররাজন পরিচালিত ‘চিতরাইল নীলাকোরু’ সিনেমায় অভিনয় করেন সারা। তামিল ভাষার এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। তবে খুবই অল্প প্রচারের পর সিনেমাটি মুক্তি পায়। পরের বছর ‘জয় হো’ সিনেমায় স্কুল গার্লের চরিত্রে অভিনয় করেন। তারপর বিজয় পরিচালিত ‘সিভাম’ সিনেমায় অভিনয় করেন সারা। তারকাখচিত এ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান সারা। ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘পোনিয়িন সেলভান’ সিনেমার দুই পার্টে অভিনয় করেন সারা অর্জুন।

 

তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি—চার ভাষার সিনেমায়ই কাজ করেছেন সারা অর্জুন। তবে মাত্র কুড়ি বছর বয়সে খ্যাতি কুড়ানো সারা অনেকটা যুদ্ধ করে ‘ধুরন্ধর’ সিনেমায় কাজের সুযোগ পান। এ বিষয়ে সিনেমাটির পরিচালক আদিত্য ধর বলেন, “কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা প্রায় ১ হাজার ৩০০টি অডিশন নিয়েছিলেন। আর শেষে সারা অর্জুনকেই বেছে নেওয়া হয়। সে অসাধারণ, সবার মধ্যে সেরা।”

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর রণব র স রণব র স অর জ ন পর চ ল র বয়স

এছাড়াও পড়ুন:

মন্দির নির্মাণে ১৩৬ কোটি টাকা দান, অভিনেত্রীর আধ্যাত্মিক জীবন

ভারতীয় সিনেমার প্রবীণ অভিনেত্রী কাঞ্চনা। ‘অর্জুন রেড্ডি’ সিনেমায় স্নেহময়ী দাদির চরিত্রে তার পারফরম্যান্স দর্শক এখনো মনে রেখেছেন। বহু বছর ধরে রুপালি পর্দায় যেমন তার দেখা নেই, তেমনই জনসম্মুখেও অনুপস্থিত।

কয়েক দিন আগে তামিল সিনেমার প্রযোজক এভিএম সারাভানন মারা যান। তাকে শেষ শ্রদ্ধা জানাতে অটো রিকশায় করে উপস্থিত হন অভিনেত্রী কাঞ্চনা। তার খুব সাধারণ জীবনযাপন, সৌজন্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় দেখে অনেকে হতবাক। তারপর থেকে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।   

কাঞ্চনাকে নিয়ে আলোচনা এখানেই থেমে নেই। বরং তার আরেকটি কাজ নিয়ে জোর চর্চা চলছে। ৮৬ বছরের এ অভিনেত্রী ১৩৬ কোটি টাকা মূল্যের জমি মন্দির নির্মাণের জন্য দান করেছেন। এ নিয়ে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন, রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে। 

১৩৬ কোটি টাকা মূল্যের সম্পদ দান
ভারতীয় সিনেমার অনেক অভিনয়শিল্পী দান-খয়রাত করে থাকেন। কিন্তু কাঞ্চনার অংশগ্রহণ সম্পূর্ণ আলাদা। তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-কে প্রায় ১০০ কোটি রুপির সম্পত্তি দান করেছেন তিনি। ভগবান ভেঙ্কটেশ্বরের প্রতি গভীর ভক্তি থেকে নিজের জীবনকে গড়েছেন। ব্যক্তিগত জীবনে এ অভিনেত্রী বিয়ে করেননি। আধ্যাত্মিকতা ও সেবাকেই জীবনের মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। 

ভারতের চেন্নাইয়ের টি. নগর এবং জি. এন. চেট্টি রোডে কাঞ্চনা ও তার বোন গিরিজা পান্ডের মূল্যবান জমি রয়েছে। আত্মীয়-স্বজনেরা জমিটি দখল করার চেষ্টা করলে আইনি পথ বেছে নেন তারা। তারপর দীর্ঘ সময় আইনি লড়াই চালান। শেষ পর্যন্ত মামলায় জিতে কাঞ্চনা তার মানত পূরণ করেন। ছয় গ্রাউন্ডেরও বেশি জমি টিটিডি-কে দান করেন, যেখানে ভগবান ভেঙ্কটেশ্বর ও দেবী পদ্মাবতীর একটি বৃহৎ মন্দির নির্মিত হবে। বর্তমানে এই সম্পত্তির মূল্য ৮০-১০০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ১০৮-১৩৬ কোটি টাকা) বেশি।

কাঞ্চনার জন্মকথা
১৯৩৯ সালের ১৬ আগস্ট মাদ্রাজে জন্মগ্রহণ করেন কাঞ্চনা। তার আসল নাম বসুন্ধরা দেবী। তার বাবা রামকৃষ্ণ শাস্ত্রী ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। খুব অল্প বয়সে শিল্পকলার প্রতি গভীর টান অনুভব করেন কাঞ্চনা; যা পড়াশোনার পাশাপাশি বিকশিত হয়। কম বয়সেই ভরতনাট্যম শিখেছিলেন তিনি। মাত্র ৯ বছর বয়সে মিউজিয়াম থিয়েটারে আরঙ্গেত্রমে পারফর্ম করেন। কাঞ্চনা গুড শেফার্ড কনভেন্টে পড়াশোনা করেন। পড়াশোনায়ও অসাধারণ কৃতিত্ব দেখান তিনি। পরে ইথিরাজ কলেজ ফর উইমেনে ভর্তি হন। এখানেও নিজেকে প্রতিভাবান শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেন। কলেজ জীবনেই মঞ্চনাটকে যোগ দেন। ‘অ্যাজ ইউ লাইক ইট’, ‘লঙ্কেশ্বরণ’ নাটকে যথাক্রমে ‘সেলিয়া’ ও ‘সীতা’ চরিত্রে অভিনয় করেন কাঞ্চনা।

বিমানবালা থেকে রুপালি পর্দায়
শুরুতে এয়ার হোস্টেস হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন কাঞ্চনা। ইন্টারমিডিয়েট পড়ার সময়ই কলেজ ছেড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সে যোগ দেন তিনি। কিন্তু শিল্পীসত্তার টান তাকে নিয়ে যায় চলচ্চিত্র জগতে। একবার বম্বে গেলে কাঞ্চনাকে দেখেন পরিচালক মহেশ কৌল। তারপর তাকে স্ক্রিন টেস্টের প্রস্তাব দেন। একই সময়ে প্রযোজক চেঝিয়েন মাদ্রাজ বিমানবন্দরে পরিচালক সি. ভি. শ্রীধরের সঙ্গে পরিচয় করিয়ে দেন কাঞ্চনাকে। শ্রীধর তার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। ১৯৬৪ সালে তামিল ভাষার ‘কাধালিকা নেরমিলা’ সিনেমায় অভিনয় করেন কাঞ্চনা। এটি তার অভিষেক চলচ্চিত্র। একই বছর মালায়ালাম ভাষার আরেকটি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর বদলে যায় এই অভিনেত্রীর জীবন।

তার পরের বছর তেলেগু ভাষার ৩টি, তামিল ভাষার ১টি সিনেমায় অভিনয় করেন কাঞ্চনা। ১৯৬৬ সালে তেলেগু ভাষার ২টি, তামিল ভাষার ৫টি সিনেমায় অভিনয় করেন কাঞ্চনা। দ্রুত সময়ের মধ্যে ৬০ ও ৭০ দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন তিনি। দক্ষিণের বিভিন্ন ভাষার পাশাপাশি হিন্দি সিনেমায়ও অভিনয় করেছেন কাঞ্চনা। দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। সে সময়ের প্রায় সব শীর্ষ নায়কের সঙ্গে কাজ করেছেন। ‘প্রেমা নগর’, ‘শ্রীকৃষ্ণাবতারম’, ‘আনন্দ ভৈরবী’ এর মতো অনেক সফল সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন কাঞ্চনা।

ঈশ্বরের ইচ্ছায় পরিচালকের সঙ্গে কাঞ্চনার সাক্ষাৎ
বিমানবালা হিসেবে যখন চাকরি শুরু করেন, তখন অর্থনৈতিক সংকটে ছিলেন অভিনেত্রী কাঞ্চনা। সংকট কাটাতে মাত্র ৬০০ রুপি বেতনে চাকরি করতেন তিনি। ঈশ্বরের ইচ্ছায়ই পরিচালক শ্রীধরের সঙ্গে তার দেখা হয়েছিল বলে মনে করেন কাঞ্চনা। সিলভার স্ক্রিন ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন—“আমি বিশ্বাস করি, ঈশ্বর সব সময় আমাকে দেখছিলেন। শ্রীধর স্যারের সঙ্গে যখন দেখা হয়, তখন আমি আর্থিক সংকটে ছিলাম। আমার চেহারা দেখে তিনি খুব মুগ্ধ হয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘তুমি যদি আমার সঙ্গে কাজ করো, তবে মানুষের মন জয় করবে।’ তবে আমি সন্দিহান ছিলাম। কারণ আমাদের বলা হয়েছিল, আমরা যেন মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে না পড়ি। কিন্তু অন্তর্দৃষ্টি আমাকে বলেছিল তাকে বিশ্বাস করতে, আমিও তাই করেছিলাম।”

চলচ্চিত্রের ব্যস্ততা
১৯৮৮ সালে তেলেগু, কন্নড় ভাষার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন কাঞ্চনা। তারপর দীর্ঘ বিরতি। এরপর সন্দীপ রেড্ডি ভাঙ্গা নির্মিত ‘অর্জুন রেড্ডি’ সিনেমায় অভিনয় করেন কাঞ্চনা। তেলেগু ভাষার এ সিনেমা ২০১৭ সালে মুক্তি পায়। তারপর গত ৮ বছরে আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে প্রভাসের ‘স্পিরিট’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

অবিবাহিত কাঞ্চনার আধ্যাত্মিক জীবন
ব্রহ্মচার্য বেছে নিয়ে কখনো বিয়ে করেননি কাঞ্চনা। বর্তমানে আধ্যাত্মিক জীবনযাপন করছেন। তার ছোট বোন তাকে দেখাশোনা করেন। তার দিন কাটে প্রার্থনায় আর এতেই তৃপ্ত অভিনেত্রী। তার মর্যাদাপূর্ণ জীবন, দয়া ও অসাধারণ উদারতার গল্প মানুষকে অনুপ্রাণিত করে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • শত বছরের পুরোনো বিমানবন্দরে হচ্ছে ৩ হাজার কোটি ডলারের শহর
  • চট্টগ্রাম চেম্বারের নির্বাচন নিয়ে অচলাবস্থা কেটেছে
  • ‘এরপর তাঁর পালা’: কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে ট্রাম্পের হুমকি
  • ৮ ম্যাচে মাত্র ২ জয় রিয়ালের, চাকরি হারানোর শঙ্কার মুখেও ‘ইতিবাচক’ আলোনসো
  • সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত করে চলছে সুড়ঙ্গ করার কাজ
  • নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে যথাসময়ে জানবেন: আসিফ মাহমুদ
  • নারীর সঙ্গে সম্পর্ক ঘিরে তরুণকে খুন করে দেহ টুকরা টুকরা করলেন বন্ধু
  • কুষ্টিয়ায় সাপের কামড়ের পর জ্যান্ত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
  • মন্দির নির্মাণে ১৩৬ কোটি টাকা দান, অভিনেত্রীর আধ্যাত্মিক জীবন