ফাইনাল পর্বে ১০ জন নিয়ে জয় ব্রাজিলের, জিতল আর্জেন্টিনাও
Published: 5th, February 2025 GMT
লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্ব শুরু হয়েছে। যেখানে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই।
লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে, ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, আর্জেন্টিনা ২-১ গোলে চিলিকে পরাজিত করেছে। একই শহরের ব্রিগিদো স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল।
আরো পড়ুন:
নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি
চারে ফিরলো চেলসি
আর্জেন্টিনা প্রথমার্ধেই গোল পায়। গোল দুটিই আসে রিভার প্লেটের দুই তরুণ ফুটবলারের পা থেকে। আলবিলেসেস্তাদের হয়ে ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন ইয়ান সুবিয়াব্রে। ঠিক তার সাত মিনিট পর অগাস্তিন রুবের্তো জালের ঠিকানা খুঁজে পেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। চিলির পক্ষে একমাত্র গোলটি করেন রোসেল (৬১ মিনিট)।
অন্যদিকে, ব্রাজিলের জয়টি ছিল বেশ চ্যালেঞ্জিং। ম্যাচের শেষ ৩৩ মিনিট সেলেসাওরা খেলেছে ১০ জন নিয়ে। ম্যাচের ৫৭ মিনিটে উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস, যার ফলে তাকে মাঠ ছাড়তে হয়।
এমন পরিস্থিতিতেও ব্রাজিল ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি পেয়ে যায়। ম্যাচের ৭৪ মিনিটে পেদ্রো তাদের হয়ে গোল করেন একটি অসাধারণ কাউন্টার-অ্যাটাক থেকে। ম্যাচ জয়ের জন্য এই গোলটাই যথেষ্ট ছিল।
লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মূলত ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা করেছে, এবং প্রতিটি গ্রুপের শীর্ষ ৩টি দল ফাইনাল পর্বে উঠেছে।
ফাইনাল পর্বে গ্রুপ বিভাজন নেই। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্টের ভিত্তিতে সেরা ৪ দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। আয়োজক দেশ চিলি, যদি ফাইনাল পর্বের শেষে সেরা ৪ দলের মধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারে, তবে পঞ্চম দলও বিশ্বকাপে কোয়ালিফাই করবে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক প আম র ক স ট ব য ক চ কর র স য গ আর জ ন ট ন
এছাড়াও পড়ুন:
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টে দেশি প্রযুক্তি
দেশি প্রযুক্তি, উদ্ভাবন ও আত্মনির্ভরতার এক অনুপ্রেরণামূলক প্রতিচ্ছবি হয়ে ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবের সবুজ মাঠে এবারের ‘৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’ আয়োজনটি ছিল ব্যতিক্রমী। সেনাবাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি শুধু একটি প্রতিযোগিতা নয় বরং বন্ধুত্ব, শৃঙ্খলা ও মানসিক প্রশান্তির এক মহামিলনমেলা।
খেলাধুলা ও সুস্থ জীবনধারার প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসা ড্যাফোডিল গ্রুপ এ বছরও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল গর্বিত অংশীদার। গত শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫), সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কেজিসি ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এ ছাড়া দেশ-বিদেশের গলফার, সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ আয়োজনে অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন গলফ ক্লাবের প্রায় ৬৫২ জন গলফার। টুর্নামেন্ট শেষে কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন চ্যাম্পিয়ন, কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম রানার আপ এবং মিসেস জিন সুক ইউন লেডিস উইনার হওয়ার গৌরব অর্জন করেন।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫এই বছরের টুর্নামেন্টে ব্যবহৃত গলফ ছাতাটি ছিল সম্পূর্ণ দেশি উদ্যোগে তৈরি, যা বাংলাদেশের ব্যবসা ও উদ্যোগের জগতে এক নতুন অধ্যায়। এটি প্রমাণ করে বাংলাদেশেও স্পোর্টসের সামগ্রী দেশিভাবে তৈরি ও রপ্তানি করা সম্ভব। এ নিয়ে মো. সবুর খান বলেন, ‘এই ধরনের সব খেলার সামগ্রী আমাদের সাধারণত বাইরে থেকে আমদানি করতে হয়। তবে আমরা চাইলে খেলার সামগ্রীগুলোর ক্ষেত্রে আমদানিমুখী না হয়ে নিজেদের উদ্যোক্তাদের ব্যবহার করে বাইরের দেশে উল্টো রপ্তানি বাড়াতে পারি। এই ছাতার মান হয়তো প্রথমবারেই শতভাগ আন্তর্জাতিক নয়, কিন্তু এই সামান্য ছাতাই আমাদের সাহসের প্রতীক, দেশি উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
বিজ্ঞপ্তি