বর-কনের সাজে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। মালা বদলের পর স্ত্রী মেহজাবীনের উঁচিয়ে ধরেন উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে। তখন চোখ থেকে জল ঝরছে নির্মাতা আদনানের। এরপর পরস্পরকে জড়িয়ে ধরেন তারা, কাঁদতে থাকেন মেহজাবীন। রিল লাইফের গল্পের মতো তৈরি হয় আবেগঘন মুহূর্ত।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের বিয়ের ভিডিও ক্লিপ। তাতে এমন দৃশ্য দেখা যায়। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই তারকা অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরাও।

মেহজাবীন জানিয়েছে, দীর্ঘ ১৩ বছর সম্পর্কে থাকার পর আদনান আল রাজীবের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তারা। আজ রাজধানীর অদূরে একটি রিসোর্টে আনুষ্ঠানিকভাবে বিয়ের পর্ব সারছেন।

আরো পড়ুন:

রাজীবের সঙ্গে প্রেম-বিয়ের গল্প বললেন মেহজাবীন

আজ মেহজাবীন-রাজীবের গায়েহলুদ

নতুন জীবনের জন্য দোয়া চেয়ে মেহজাবীন চৌধুরী বলেন, “আমরা যেন সারাজীবন আনন্দের সঙ্গে একত্রে কাটাতে পারি, নতুন অধ্যায় শুরু করে আপনাদের কাছে সেই প্রার্থনা কামনা করছি।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হজ ব ন চ ধ র ট ভ ন টক ম হজ ব ন র

এছাড়াও পড়ুন:

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ