রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আপাতত নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, যুদ্ধ বন্ধে পুতিন রাজি না হলে মস্কোর ওপর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেল কেনা দেশগুলো ওপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি। চীন এবং ভারত রাশিয়ার তেলের শীর্ষ দুটি ক্রেতা।

আরো পড়ুন:

ট্রাম্প-পুতিন বৈঠকে আসেনি যুদ্ধ বন্ধের ঘোষণা

পুতিন যুদ্ধ না থামালে ‘কঠোর পরিণতির’ হুমকি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল আমদানি করায় মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

তবে, ট্রাম্প চীনের বিরুদ্ধে একই রকম পদক্ষেপ নেননি।

শুক্রবার ফক্স নিউজের শন হ্যানিটি ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন যে, আলাস্কায় তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি বৈঠকে বসে ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি করতে ব্যর্থ হওয়ার পরে বেইজিংয়ের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা এখন বিবেচনা করছেন কিনা।

উত্তর ট্রাম্প বলেন, “আমাদের বৈঠক যে ধরনের হয়েছে, তাতে আমার মনে হয়, আমাকে এটি নিয়ে ভাবতে হবে না।” 

ট্রাম্প বলেন, “আমাকে হয়তো দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে এটি নিয়ে ভাবতে হবে, কিন্তু আমাদের এখনই এটি নিয়ে ভাবতে হবে না। আমার মনে হয়, আপনি জানেন, বৈঠকটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে।”

ট্রাম্প যদি রাশিয়া-সম্পর্কিত নিষেধাজ্ঞা এবং শুল্ক বৃদ্ধির প্রতিশ্রুতি পালন করেন তাহলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ধীরগতির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

শি এবং ট্রাম্প একটি বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছেন, যা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা ও আমদানি শুল্ক কমাতে পারে। কিন্তু ট্রাম্প যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে রাশিয়ার বাইরে চীনই হতে পারে সবচেয়ে বড় লক্ষ্যবস্তু।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

যাত্রীবেশে উঠে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, চালককে গলা কেটে খুন

ফেনীর সোনাগাজীতে গলা কেটে এক অটোরিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মনোরঞ্জন ভূঞা (৬৫)। তিনি চরচান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার-সংলগ্ন কলাবাগান এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও নিহত মনোরঞ্জনের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে সোনাগাজী পৌর শহর থেকে ছোট ফেনী নদীর সাহেবের ঘাট সেতুর ওপর যাওয়ার কথা বলে কয়েকজন যুবক ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করেন। অটোরিকশা সাহেবের ঘাট সেতু পার হলে রিকশায় থাকা যুবকেরা গাড়ি থামিয়ে চালককে মারধর করে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এতে চালক মনোরঞ্জন ছিনতাইকারীদের বাধা দিলে তাঁকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে খালের পাশে গাড়িসহ ফেলে পালিয়ে যান তাঁরা।

রাতে স্থানীয় লোকজন খালের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত ব্যক্তির প্রতিবেশী মহিন উদ্দিন বলেন, মনোরঞ্জন দীর্ঘ ২৫ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সপ্তাহখানেক আগে কিস্তিতে নতুন একটি অটোরিকশা কেনেন। ধারণা করা হচ্ছে, নতুন অটোরিকশাটি ছিনতাই করতে ব্যর্থ হয়ে তাঁকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, মরদেহটি ফেনীর সোনাগাজী-কোম্পানীগঞ্জ সীমান্তের খালের মধ্যে পাওয়া যাওয়ায় দুই থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে কাজ করছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ