লেজার জেট প্রিন্টার কিনবে বিএটিবিসি
Published: 25th, February 2025 GMT
পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) পরিচালনা পর্ষদ লেজার জেট প্রিন্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে।
এ কাজের জন্য কোম্পানিটি ২৪ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করবে। এই বিনিয়োগ নিজস্ব ফান্ড ও ব্যাংক থেকে ঋণ নিয়ে করবে বিএটিবিসি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।
আরো পড়ুন:
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়
শেয়ারের দাম বাড়ার কারণ জানে না ইয়াকিন পলিমার
এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
তথ্য মতে, কোম্পানিটি ঢাকা এবং সাভার কারখানায় ৩৬ এসএমডি প্যাকিং লাইনে লেজার জেট প্রিন্টার স্থাপন করবে। যার জন্য আনুমানিক ব্যায় ধরা হয়েছে ২৪ কোটি ৯০ লাখ টাকা। যেখানে প্রিটারের দাম ধরা হয়েছে ১৪ কোটি ৫৫ লাখ এবং সেটা স্থাপনের জন্য খরচ ধরা হয়েছে ১০ কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানিটির আভ্যন্তরীণ উৎস এবং ক্যাশ-ফ্লো ভিত্তিক ব্যাংক অর্থায়ন হতে এ ব্যয় বহন করা হবে।
ঢাকা/এনটি/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অপেক্ষায় সৌমি
শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে।