আইপিএল কারণ নয়, তাহলে কেন চ্যাম্পিয়নস ট্রফিতে নেই স্টার্ক
Published: 27th, February 2025 GMT
অস্ট্রেলিয়ার এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে কে কে নেই—তালিকাটা বেশ লম্বাই। সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে তাদের পেস বোলিংয়ে। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের সঙ্গে এই টুর্নামেন্টে নেই মিচেল স্টার্কও। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের নাম সরিয়ে নেন তিনি।
স্টার্কদের ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে শুরুটা ভালো করেছে অস্ট্রেলিয়া। অনভিজ্ঞ বোলিং নিয়ে তারা হারিয়েছে ইংল্যান্ডকে, সেমিফাইনালের দৌড়েও টিকে আছে বেশ ভালোভাবে। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর নির্ধারিত হবে ভাগ্য। এর মধ্যে নিজের সরে দাঁড়ানো নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন স্টার্ক।
উইলো টক নামের এক পডকাস্টকে তিনি জানিয়েছেন, ‘কিছু ভিন্ন ভিন্ন কারণ রয়েছে, কিছু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, গোড়ালিতেও হালকা ব্যথা লেগেছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের সময়। ওগুলো ঠিক হওয়ার জন্যই (বিশ্রাম নেওয়া)।’
তবে এসবের বাইরেও বড় একটা উপলক্ষ সামনে রেখেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন স্টার্ক। অনেকে মনে করেন, আইপিএল সামনে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই বাঁহাতি পেসার। সেটি মাথায় থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালই আসল লক্ষ্য বলে জানিয়েছেন স্টার্ক, ‘আইপিএলও সামনে আছে, কিন্তু আমার মাথায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই বেশি করে আছে। ওটার জন্যই শরীর ঠিকঠাক থাকা দরকার। আগামী কয়েক মাস ভালো ক্রিকেট খেলে এরপর টেস্ট ফাইনালে নামতে চাই।’
জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
৪০ বল হাতে রেখে ভারতকে ৪ উইকেটে হারাল অস্ট্রেলিয়া
টার্গেটটা অবশ্য বড় ছিল না। মাত্র ১২৬ রানের। টি-টোয়েন্টি ক্রিকেটে যা মামুলি। এই রান তাড়া করতে নেমে শুরুটাও হয়েছিল অস্ট্রেলিয়ার ঝড়ো।
কিন্তু এরপর জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব সেই ঝড়ের লাগাম টানার চেষ্টা করেন। কিন্তু সামান্য পুঁজি নিয়ে সেটা রুখে দেওয়া সম্ভব হয়নি। তাইতো অজিরা দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে নিশ্চিত জয় করে। আর সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে। প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টির তোপে।
আরো পড়ুন:
৬ রান করেই ফিরলেন লিটন
অস্ট্রেলিয়ার বোলিং তোপে ১২৫ রানেই গুটিয়ে গেল ভারত
রান তাড়া করতে নেমে মিচেল মার্শ ও ট্র্যাভিড হেড ৪.২ ওভারেই তুলে ফেলেন ৫১ রান। এই রানে হেড ফেরেন ৩টি চার ও ১ ছক্কায় ২৮ রান করে। এরপর মার্শ মারতে থাকেন সুযোগ বুঝে। অষ্টম ওভারের শেষ বলে ৮৭ রানের মাথায় তিনিও ফেরেন সাজঘরে। যাওয়ার আগে ২৬ বলে ২টি চার ও ৪ ছক্কায় ৪৬ রান করে যান।
এরপর ৯০ রানে তৃতীয়, ১১২ রানে চতুর্থ, ১২৪ রানে পঞ্চম ও একই রানে ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু মার্কাস স্টয়েনিস ঠাণ্ডা মাথায় খেলে ৬ বলে ৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার আগে টিম ডেভিড ১, জশ ইংলিস ২০, মিচেল ওয়েন ১৪ ও ম্যাথিউ শর্ট শূন্যরানে আউট হন।
বল হাতে ভারতের বরুণ ৪ ওভারে ২৩ রানে ২টি, বুমরাহ ৪ ওভারে ২৬ রানে ২টি ও কুলদীপ ৩.২ ওভারে ৪৫ রানে নেন ২টি উইকেট। ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হ্যাজলউড।
তার আগে মেলবোর্নে ভারত টস হেরে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে কেবল দুইজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে উদ্বোধনী ব্যাটার অভিষেক শর্মা ৩৭ বলে ৮টি চার ও ২ ছক্কায় খেলেন ৬৮ রানের ইনিংস। এরপর অলরাউন্ডার হরষিত রানা ৩৩ বলে ৩টি চার ও ১ ছক্কায় খেলেন ৩৫ রানের ইনিংস। বাকিদের রান ছিল- ৫,২,১,০,৭,৪,০,০,০।
বল হাতে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ৪ ওভারে ১৩ রানে ৩টি উইকেট নেন। নাথান এলিস ৩.৪ ওভারে ২১ রানে ২টি ও জাভিয়ের বার্টলেট ৪ ওভারে ৩৯ রানে নেন ২টি উইকেট। মার্কাস স্টয়েনিস ৪ ওভারে ২৪ রানে নেন ১টি উইকেট।
ঢাকা/আমিনুল