কম দামে চাল, ডাল, তেল ও আলু বিক্রি হচ্ছে এমন খবর শুনে বৃহস্পতিবার বগুড়া শহরের কালিতলাহাটে লাইনে দাঁড়িয়েছেন বিউটি বেগমসহ প্রায় সাতশ মানুষ। সেখানে ট্রাকে করে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করছিল সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারি দীর্ঘ হলেও এ পয়েন্টে পণ্য বরাদ্দ হয়েছে চারশ মানুষের জন্য।
বিউটি বেগম জানান, তাঁর স্বামী একটি বেসরকারি কোম্পানীর তৃতীয় শ্রেণির কর্মচারী। যে টাকা আয় করেন তা দিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থা। তাই বাধ্য হয়ে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছেন। এখন লাইনের যে অবস্থা তাতে পণ্য কিনে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
শহরের জেলখানা মোড়েও মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। কথা হয় বউবাজার এলাকার আমেনা বেগমের সঙ্গে। তিনি বলেন, স্বামী সবজি বিক্রি করেন। রোজায় শাকসবজির চাহিদা কম থাকায় বিক্রি তেমন হচ্ছে না। তাই টিসিবির পণ্য কিনতে সকাল থেকে দাঁড়িয়ে আছেন। তিনিও শেষ পর্যন্ত পণ্য কিনতে পারবেন কিনা সন্দেহ প্রকাশ করেছেন।
গতকাল বগুড়া শহরের কয়েকটি এলাকায় দীর্ঘ সারি দেখা যায় টিসিবির ট্রাকে সেল করা টিসিবির পণ্যের ক্রেতার। কোনো কোনো এলাকায় পণ্য নিতে এসে না পেয়ে খালি হাতে ফিরে গেছেন অনেকে। সেউজগাড়ি ফুলতলা বাজারে পণ্য নিতে আসা এক শ্রমিক বলেন, কাজ বাদ দিয়ে ৩ ঘণ্টা দাঁড়িয়ে থেকে কিছুই কিনতে পারলাম না। পণ্য শেষ হয়ে গেছে।
সপ্তাহে একদিন করে পর্যায়ক্রমে শহরের ২০টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করা হয়। প্রতি পয়েন্টে ৪০০ জন ক্রেতা এই পণ্য কেনার সুযোগ পাবেন। এরই ধারাবাহিকতায় গতকাল শহরের কালিতলা, জেলখানা মোড়, সেউজগাড়ি ফুলতলা বাজার, মালতিনগর বটতলা পয়েন্টে পণ্য বিক্রি করা হয়। পণ্যের মধ্যে ছিল ছোলা, চিনি, মশুরের ডাল ও সোয়াবিন তেল। ৪৫০ টাকায় প্যাকেজে থাকছে ১০০ টাকা করে ২ লিটার সোয়াবিন তেল, ৬০ টাকা দরে ২ কেজি মশুরের ডাল, ৭০ টাকা কেজি চিনি ও ৬০ টাকা কেজি ছোলাবুট। কালিতলাহাট পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি করে বিসিক ফুলবাড়ি এলাকার মেসার্স মম ট্রেডাস।
এ প্রতিষ্ঠানের ডিলার শরিফুল ইসলাম বলেন, সকাল থেকে দীর্ঘ সারি ছিল আমার পয়েন্টে। ক্রেতা বেশির ভাগই মধ্যেবিত্ত পরিবারের। বরাদ্দ ছিল ৪০০ জনের কিন্তু লাইনে ছিলেন অন্তত ৭০০ জন। বাকিরা খালি হাতে ফিরে গেছেন।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান সহকারী পরিচালক সাদ্দাম হোসাইন বলেন, প্রতিদিন একেকটি ট্রাকে ৪০০ জনের জন্য বরাদ্দ দেওয়া হয়। যে আগে লাইনে দাঁড়াতে পারবেন তিনি আগে মালপত্র পাবেন। স্বল্প বরাদ্দের কারণে অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।
টেনিসমাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫
মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি
লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি
রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস
নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩
টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১
জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫