বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এস. আলম ইসরাৎ
Published: 17th, March 2025 GMT
নরসিংদী সদরের আমদিয়া ইউনিয়নে অবস্থিত সরকারী শিক্ষা প্রতিষ্ঠান 'বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়'-এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ-এর কৃতি সন্তান, মরহুম বাবু মিয়ার সুযোগ্য দৌহিত্র, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ।
একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এস. আলম ইসরাৎ যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হ্যারিওট-ওয়াট থেকে বিবিএ সম্পন্ন করে বর্তমানে চাটার্ড একাউন্ট্যান্টে অধ্যায়নরত এবং নারায়ণগঞ্জ আইন কলেজে এলএলবি শেষ বর্ষে শিক্ষানবিশ আছেন।
ছাত্রদলের রাজনীতির মাধ্যমে পারিবারিক ঐতিহ্যগতভাবেই রাজনৈতিক অঙ্গনে অভিষেক এস.
প্রসঙ্গত, এস. আলম ইসরাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোঃ নূর আলম মিয়ার কনিষ্ঠ পুত্র এবং গ্রীস বিএনপি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নির্বাচন কমিশনার এস. আলম নিপু এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি-বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীবের ছোট ভাই।
১৯৯২ সালে এস. আলম ইসরাৎ এর দাদা মরহুম আবদুল কাদির মিয়া (বাবু মিয়া)'র নামে প্রতিষ্ঠিত 'বাবু মিয়া উচ্চ বিদ্যালয়' এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সম্মতিতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জানে আলম সাহেব সহ প্রতিষ্ঠাতা পরিবারের সকলের এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমর্থনে উক্ত এডহক কমিটির সভাপতি পদে এস. আলম ইসরাৎ-এর নাম প্রস্তাব করা হয়।
সকলের প্রত্যাশা সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে তরুণ এডহক কমিটির সভাপতি এস. আলম ইসরাৎ-এর মেধাবী ও সুযোগ্য নেতৃত্বে এবং সকলের দোয়া, ভালবাসা, সমর্থন ও সহযোগিতায় তিনি একটি সুন্দর ম্যানেজিং কমিটি উপহার দিবেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা রাখবেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ম সদস য ব এনপ
এছাড়াও পড়ুন:
বিদ্যানিকেতন হাই স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিন ব্যাপী শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা,বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল ও মনির হোসেন খান। চতুর্থ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা মোট ২৬ টি প্রজেক্ট মেলায় উপস্থাপন করেন।
এসব প্রজেক্টের মধ্যে ছিল সৌর বিদ্যুত উৎপাদন, আধুনিক নগর ব্যবস্থাপনা,গ্রামীন কৃষি ব্যবস্হাপনার উন্নয়নে সেচ ব্যবস্থাপনা,গ্যাস,বিদ্যুৎ,পানি অপচয় রোধে আধুনিক ব্যবস্থাপনা পরিকল্পনা ও উদ্ভাবন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহন।