মুহাম্মদ ইউনুছের বয়স ১৫। বাড়ি টেকনাফের পৌরসভার জালিয়া পাড়ায়। সেখান থেকে প্রতিদিন প্রায় ৩ কিলোমিটার হামাগুড়ি দিয়ে এজাহার বালিকা উচ্চ বিদ্যাল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে সে। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে। 
অদম্য প্রাণশক্তিতে পড়াশোনার বাধা পেরিয়ে যাচ্ছে। জন্মগতভাবে শারিরিক প্রতিবন্ধী হয়েও সে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে স্বপ্ন দেখে একদিন সে উচ্চশিক্ষা শেষ করে চাকরি করবে, পরিবারে  সচ্ছলতা আনবে। তার আশা সে দেশের জন্য, দেশের মানুষের জন্যও কাজ করবে। হামাগুড়ি দিয়ে ইউনুছের এসএসসি পরীক্ষা দেওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রথম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত হামাগুড়ি দিয়ে চলাফেরা করে পড়াশোনা করেছে সে।
ইউনুছ মানবিক বিভাগের শিক্ষার্থী। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায়। হামাগুড়ি দিয়ে কক্ষ পর্যন্ত পৌঁছে অন্যান্য শিক্ষার্থীদের মতোই বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছে ইউনুছ। গত বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পরীক্ষা দিয়েছে ইউনুছ। কক্ষ পরিদর্শকরা জানান, ইউনুছ বাংলা ১ম পত্র ও ইংরেজি দুই পত্রের পরীক্ষায় পুরো তিন ঘণ্টা লিখেছে।
স্থানীয়রা বলছেন, সমাজের আর ১০জন মানুষের মতো স্বাভাবিক নয় মুহাম্মদ ইউনুছ। জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী সে। নিজের পায়ে দাঁড়াতে বা হাঁটতে পারে না। হামাগুড়ি দিয়ে চলাফেলা করতে হয়। তবুও জীবনযুদ্ধে থেমে যায়নি ইউনুছ। ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল। ফলে প্রতিবন্ধী হয়েও সে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে হামাগাড়ি দিয়ে পড়াশোনা করেছে।
ইউনুছের মা নুরুজ জামাল বলেন, ‘শত কষ্ট ও অভাব অনটনের মধ্যেও আমি সন্তানদের লেখাপড়া করাচ্ছি। আমি চাই ওরা মানুষের মতো মানুষ হোক। অর্থের কারণে ওদের লেখাপড়ার খরচ চালাতে আমার খুবই কষ্ট হয়। তারপরও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি তাকে পড়ার।’
ইউনুছ বলে, ‘জন্মের পর থেকে পা নিয়ে হাটঁতে পারি না। প্রথমে কেউ ভাবেননি আমার পক্ষে লেখাপড়া করা সম্ভব হবে। তবে আমার বাবা-মায়ের আগ্রহ আর শিক্ষকদের সহযোগিতায় তা সম্ভব হচ্ছে। আমার চলফেলা করতে খুব কষ্ট হয়। আমার মতো অনেকে প্রতিবন্ধী ভিক্ষা করে জীবনযাপন করছে। প্রতিবন্ধী হলেও আমি একজন মানুষ। আমি কখনো পড়ালেখা বাদ দেব না। আমার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষার মাধ্যমে মানুষের মতো মানুষ হব। এটাই আমার আসল স্বপ্ন। আমি মনে করি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই, বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে চাই।’
টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিব মো.

সব্বির আহমেদ বলেন, ‘শিক্ষার ব্যাপক বিস্তার বা উন্নয়নে একজন শারীরিক প্রতিবন্ধী মুহাম্মদ ইউনুছ আর তার পিতা-মাতা হতে পারে অনন্য উদাহরণ। মোহাম্মদ ইউনুস যেন ভালোভাবে এসএসসি পরীক্ষা দিতে পারে, সেজন্য আমাদের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ক ষ পর ক ষ ইউন ছ

এছাড়াও পড়ুন:

আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু। তার পরবর্তী সিনেমা ‘ঢাকসা’। এ সিনেমার মুক্তি উপলক্ষে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন ৪৭ বছরের এই অভিনেত্রী। কয়েক দিন আগে গ্রেট অন্ধ্রকে সাক্ষাৎকার দেন লক্ষ্মী। এ আলাপচারিতার পোশাক নিয়ে প্রশ্ন করায় লক্ষ্মী বলেন— “আপনার এত সাহস হয় কী করে!” 

মুম্বাইয়ে যাওয়ার ফলে কি আপনার পোশাকের স্টাইলে কোনো প্রভাব পড়েছে? এ প্রশ্নের জবাবে লক্ষ্মী বলেন, “আমি আমেরিকাতে থেকেছি। সেখান থেকে হায়দরাবাদে, এখন মুম্বাইয়ে আছি। আমি কঠোর পরিশ্রম করেছি নিজেকে এইভাবে উপস্থাপন করার জন্য। এই পরিশ্রম আমাকে আত্মবিশ্বাসী করেছে, যা আমাকে আমার মতো পোশাক পরতে উৎসাহ দেয়।” 

এরপর সাংবাদিক সরাসরি লক্ষ্মীর পোশাক নিয়ে প্রশ্ন করেন, জবাবে এই অভিনেত্রী বলেন, “আপনি কি একজন পুরুষকে একই প্রশ্ন করতেন? আপনার এত সাহস হয় কী করে! আপনি কি মহেশ বাবুকে বলতেন—‘আপনার তো এখন ৫০ বছর বয়স, তাহলে আপনি কেন জামা খুলে ছবি তুলছেন?’ তাহলে একজন নারীকে কেন এই প্রশ্ন? মানুষ আপনার এই প্রশ্ন থেকে কী শিখবে? একজন সাংবাদিক হিসেবে আপনার দায়িত্বশীল হওয়া উচিত।” 

পরে সাংবাদিক স্বীকার করেন যে, এই ধরনের প্রশ্ন একজন অভিনেতাকে করতেন না। প্রশ্নটি করার কারণ ব্যাখ্যা করে সাংবাদিক জানান, তার পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের চর্চা চলছে, যার কারণে এই প্রশ্ন সামনে নিয়ে আসা। 

লক্ষ্মী মাঞ্চুর অন্য পরিচয় তিনি তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা মোহন বাবুর কন্যা। ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মোহন বাবু। ব্যক্তিগত জীবনে বিদ্যা দেবীর সঙ্গে ঘর বাঁধেন তিনি। এ সংসারে রয়েছে কন্যা লক্ষ্মী ও পুত্র বিষ্ণু মাঞ্চু। তারা দুজনেই অভিনয়শিল্পী।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
  • জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০
  • গাজায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার: জাতিসংঘ
  • আইএইচটি ও ম্যাটসের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
  • গ্রাহকের কাছে পেয়ারা খেতে চায় জনতা ব্যাংকের কর্মকর্তা
  • গল্পটা এই ক্লাসরুম থেকেই শুরু: ইরফান সাজ্জাদ
  • রাশিয়ায় এক বাঙালি বিপ্লবীর খোঁজে
  • আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা