উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা এক মামলায় অভিনেত্রী পরীমনি জেলে গিয়েছিলেন। জেলে থাকাকালীন একটা বন্ধু সার্কেল গড়ে ওঠে ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকার। তাদের কারও কারও সঙ্গে এখনও যোগাযোগ রাখছেন বলে সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন এই অভিনেত্রী। জেলের বন্ধুরা পরীমনিকে কি প্রশ্ন করতো, তাও প্রকাশ করেছেন পরীমনি।

পরীমনি বলেন, ‘‘আমি জেলে গিয়েছিলাম, জেলের একটা ফ্রেন্ড সার্কেল আছে। জেলে যাদের সঙ্গে দেখা হয়েছিলো, সবার সঙ্গে যোগাযোগ নাই তবে কারও কারও সঙ্গে যোগাযোগ আছে। সবাইতো আমার মতো দোষী হয়ে জেলে যাই নাই, কাউকে কাউকে দোষী বানানোর পরে জেলে গেছে। ওরা আমাকে মাঝে মাঝে বলে যে, দেখো তোমাকে কেউ প্রোপোজ করলে কি করবা, তোমার কি কোথাও এমন কেউ নাই?’’

জেলের বন্ধুদেরকে পরীমনি তাদের প্রশ্নের উত্তরে নাকি বলেছিলেন, ‘‘আমি এমন একটা জীবন চাই, যেখানে দেখা যাবে আমি হয়তো দেশের বা বিদেশের কোনো সমুদ্র সৈকতে হাঁটলাম, তারপর কেউ আমাদেরকে বললো—ওরা ‘বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড’ এরকম। কিন্তু দেখা গেলো আমার ছেলে আর আমি। আমি ওই জীবনটা চাই।’’

আরো পড়ুন:

হাসপাতালে সৃজিত মুখোপাধ্যায়

বুবলী সম্পর্কে যা বললেন মিশা সওদাগর

পরীমনি ওই সাক্ষাৎকারে আরও জানান, দুই সন্তানকে নিয়ে তিনি খুব ভালো আছেন। এর বাইরে আর কোনো সম্পর্ককে বড় করে ভাবতে চান না।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

অপেক্ষায় সৌমি

শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। 

সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। 

সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। 

সম্পর্কিত নিবন্ধ