বে অব বেঙ্গল গত ৭ ফেব্রুয়ারি প্রকাশ করেছিল তাদের ‘দ্বিতীয়’ অ্যালবামের চতুর্থ গান ‘গন্ধ খুঁজে পাই’। প্রকাশের পর রকপ্রেমীদের মাঝে আলোড়ন তোলে গানটি। অনেকের দাবি, গানটি বে অব বেঙ্গলের এক অনবদ্য সৃষ্টি, যা দীর্ঘদিন শ্রোতা হৃদয়ে অনুরণন তুলে যাবে। এ গান প্রকাশের পর থেকেই এই ব্যান্ডের নতুন আয়োজনের জন্য প্রহর গুনছিলেন শ্রোতারা।

সেসব শ্রোতার কথা মাথায় রেখে আরেকটি ভিন্ন ধাঁচের গান করছেন ব্যান্ডটির সদস্যরা। শিরোনাম ‘পুতুল’। এটি তাদের ‘দ্বিতীয়’ অ্যালবামের পঞ্চম গান।

বৃহস্পতিবার রাতে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। গানের কথা লেখার পাশাপাশি সংগীত প্রযোজনা করেছেন ব্যান্ডের লিড গিটারিস্ট ও কণ্ঠশিল্পী বখতিয়ার হোসেন।

সম্মিলিতভাবে গানের আয়োজন করেছেন ব্যান্ডের গিটারিস্ট রকিবুল নিপু, বেইজ গিটারিস্ট এহতেশাম আবিদ, কি-বোর্ডিস্ট জমিলুর রহমান জিমি ও ড্রামার আবিদ পাশা। গানের কোরাস অংশে কণ্ঠ দিয়েছেন সারওয়া, ঈদ ও আলেনা।

নতুন এ আয়োজন নিয়ে এহতেশাম আবিদ বলেন, ‘সংগীতের তৃষ্ণা থেকেই সৃষ্টি নেশায় মেতে উঠেছিলাম আমরা। সেই সূত্রেই একটি-দুটি করে গান তৈরির মধ্য দিয়ে শ্রোতাদের সঙ্গে মনের সংযোগ ঘটেছে। তৈরি হয়েছে নতুন গানের প্রত্যাশা, যা পূরণ করা আমাদেরই দায়িত্ব। সে কারণে আগের আয়োজনগুলো ছাপিয়ে আরও ভিন্ন ধাঁচের গান তৈরির চেষ্টা। যার সুবাদে ‘পুতুল’ গানের জন্ম। গানটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ