এবার ‘পুতুল’ নিয়ে হাজির বে অব বেঙ্গল
Published: 26th, April 2025 GMT
বে অব বেঙ্গল গত ৭ ফেব্রুয়ারি প্রকাশ করেছিল তাদের ‘দ্বিতীয়’ অ্যালবামের চতুর্থ গান ‘গন্ধ খুঁজে পাই’। প্রকাশের পর রকপ্রেমীদের মাঝে আলোড়ন তোলে গানটি। অনেকের দাবি, গানটি বে অব বেঙ্গলের এক অনবদ্য সৃষ্টি, যা দীর্ঘদিন শ্রোতা হৃদয়ে অনুরণন তুলে যাবে। এ গান প্রকাশের পর থেকেই এই ব্যান্ডের নতুন আয়োজনের জন্য প্রহর গুনছিলেন শ্রোতারা।
সেসব শ্রোতার কথা মাথায় রেখে আরেকটি ভিন্ন ধাঁচের গান করছেন ব্যান্ডটির সদস্যরা। শিরোনাম ‘পুতুল’। এটি তাদের ‘দ্বিতীয়’ অ্যালবামের পঞ্চম গান।
বৃহস্পতিবার রাতে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। গানের কথা লেখার পাশাপাশি সংগীত প্রযোজনা করেছেন ব্যান্ডের লিড গিটারিস্ট ও কণ্ঠশিল্পী বখতিয়ার হোসেন।
সম্মিলিতভাবে গানের আয়োজন করেছেন ব্যান্ডের গিটারিস্ট রকিবুল নিপু, বেইজ গিটারিস্ট এহতেশাম আবিদ, কি-বোর্ডিস্ট জমিলুর রহমান জিমি ও ড্রামার আবিদ পাশা। গানের কোরাস অংশে কণ্ঠ দিয়েছেন সারওয়া, ঈদ ও আলেনা।
নতুন এ আয়োজন নিয়ে এহতেশাম আবিদ বলেন, ‘সংগীতের তৃষ্ণা থেকেই সৃষ্টি নেশায় মেতে উঠেছিলাম আমরা। সেই সূত্রেই একটি-দুটি করে গান তৈরির মধ্য দিয়ে শ্রোতাদের সঙ্গে মনের সংযোগ ঘটেছে। তৈরি হয়েছে নতুন গানের প্রত্যাশা, যা পূরণ করা আমাদেরই দায়িত্ব। সে কারণে আগের আয়োজনগুলো ছাপিয়ে আরও ভিন্ন ধাঁচের গান তৈরির চেষ্টা। যার সুবাদে ‘পুতুল’ গানের জন্ম। গানটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।