আগেই বলেছিলাম, ‘এই মৌসুমে বার্সাকে হারাতে পারবে না রিয়াল’
Published: 27th, April 2025 GMT
এ মৌসুমে এল ক্লাসিকো মানেই বার্সেলোনার দাপট। গতকাল রাতের আগে দুইবার মুখোমুখি হয়ে রিয়াল মাদ্রিদকে একপেশে হারিয়েছে কাতালানরা। অক্টোবরে লা লিগায় বার্ন্যাবুতে ৪-০ গোলের জয়ে শুরু, এরপর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলের বড় ব্যবধানে আরও একবার উড়িয়ে দেয় প্রতিপক্ষকে।
পূর্বের সাফল্য থেকেই আত্মবিশ্বাসী হয়ে গতকাল রাতে কোপা দেল রে’র ফাইনালেও নেমেছিল বার্সা। সেভিয়ার স্তাদিও অলিম্পিকোতে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের রেকর্ড ৩২তম শিরোপা নিজেদের করে নেয় হ্যান্সি ফ্লিকের দল।
ম্যাচের শুরুতে পেদ্রির গোলে এগিয়ে গেলেও পরে ২-১ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে হাল ছাড়েনি কাতালানরা। নির্ধারিত সময়ের শেষে ফেরান তোরেসের গোলে সমতা ফেরায় তারা। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে জুলস কুন্দের নাটকীয় গোলে মাদ্রিদকে চূড়ান্তভাবে হারায় বার্সা।
মাঝে পিছিয়ে পড়লেও এ ম্যাচে বার্সার আত্মবিশ্বাস কতটা ছিল, সেটা উঠে এসেছে লামিন ইয়ামালের কথাতেই। স্প্যানিশ এ রাইট উইঙ্গার জানিয়েছেন, মাদ্রিদ দুই গোলে এগিয়ে গেলেও জিততে পারত না, এমনটা বিশ্বাস ছিল তার। তিনি বলেন, ‘ম্যাচের আগে হোটেলে রোনাল্ড আরাউহোকে বলেছিলাম, “তারা (রেয়াল মাদ্রিদ) এক গোল দিলেও সমস্যা নেই। তারা যদি দুই গোল করে? তাতেও সমস্যা নেই। এ বছর তারা আমাদের থামাতে পারবে না। আমরা সেটা দেখিয়েছি।’
মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল তার কথা মাঠেও প্রমাণ করেছেন। পেদ্রির গোলের অ্যাসিস্টের পাশাপাশি ফেরান তোরেসের সমতাসূচক গোলেও মূল ভূমিকা ছিল এই তরুণ তারকার। মাঝমাঠ থেকে নিখুঁত পাসে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করেন তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী