কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আগামীকাল সোমবার লন্ডন থেকে রওনা হবেন, তবে ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার।

বিএনপির মিডিয়া উইং থেকে আজ রাত পৌনে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। অবশ্য মঙ্গলবার ঠিক কখন খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন, তা জানা যায়নি। এই তথ্য পরে জানানো হবে বলে ওই বার্তায় উল্লেখ করেছে মিডিয়া উইং।

এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য চিকিৎসক এ জেড এম জাহিদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিশেষ বিমান এয়ার এম্বুলেন্সে সোমবার লন্ডন থেকে রওনা হবেন। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

কাব্য মারানের সব টাকা কি জলে গেল

এবার বিমর্ষ মুখখানাই বেশি দেখা গেল। সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান উচ্ছ্বাস দেখানোর সুযোগই তো তেমন একটা পাননি। দল যে ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে। আছে ১০ দলের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে।

বলা যায় যে এবারের আইপিএল থেকে বাদই পড়ে গেছে হায়দরাবাদ। বাকি শুধু আনুষ্ঠানিকতা। অথচ কোটি কোটি রুপি খরচে বেশ নামডাকওয়ালা একটা দলই বানিয়েছিলেন কাব্য মারান। কিন্তু টুর্নামেন্টের ১০ ম্যাচ শেষে দেখা যাচ্ছে, তাঁর সব টাকাই গেছে জলে!

কাব্য অবশ্য দল তৈরি করতে প্রত্যাশিত পথেই হেঁটেছিলেন। ২০২৪ সালে যাঁদের হাত ধরে দলটি ফাইনালে ওঠে, এবারও তাঁদেরই ধরে রেখেছিল। এই যেমন হায়দরাবাদের দুই ওপেনার হেড ও অভিষেক শর্মা। গত মৌসুমে রীতিমতো বোলারদের ওপর ‘অত্যাচার’ করেছেন।

হেড-অভিষেক ও ক্লাসেন-নীতীশদের কেউই সেরা দিতে পারেননি

সম্পর্কিত নিবন্ধ