ঝালকাঠির মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ভৈরবপাশা এলাকায় এ বিক্ষোভ করা হয়। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে মোটরসাইকেল করে চলে যান তারা। 

আরো পড়ুন:

আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ফের ইবি শিক্ষার্থীকে থানায় সোর্পদ

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: ছাত্রলীগকর্মী গ্রেপ্তার 

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল পৌনে ৯টায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কর্মীকে ভৈরবপাশা এলাকায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। 

এদিকে, ঝালকাঠিতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

ঝালকাঠি আদালত চত্ত্বর, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড়সহ শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের টহল টিম রাত থেকেই তৎপরতা অব্যাহত রেখেছে। জুলাই স্মৃতিস্তম্ভে রাতে বিশেষ পাহারার ব্যবস্থা করে পুলিশ। 

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেছেন, ঝালকাঠিতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন, যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে।

ঢাকা/অলোক/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঝ লক ঠ

এছাড়াও পড়ুন:

ঢাবির টিএসসিতে বড় পর্দায় সম্প্রচার চলছে হাসিনার রায়

জুলাই গণঅভ্যুত্থান ‘মানবতাবিরোধী অপরাধের’ দায়ে মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায় সরাসরি বড় পর্দায় সম্প্রচার করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পায়রা চত্বরে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে সম্প্রচার শুরু হয়। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এসময় ঢাবি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপস্থিত শিক্ষার্থীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনাকে ফাঁসি দে’, ‘লীগ ধর , জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন।

ঢাবি শিক্ষার্থী আরিফ হাসান বলেন, আজকে আমাদের কাছে আনন্দের দিন। কেননা যে হাসিনা দীর্ঘ ষোলো বছর নানাভাবে আমাদের ওপর অত্যাচার করেছে এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থান আমার ভাই-বোনদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, সেই খুনি হাসিনার আজকে রায় হচ্ছে। আমরা তার ফাঁসির রায় চাই‌।

বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল সংসদের সদস্য সাইয়েদুজ্জামান নূর আলভী বলেন, আওয়ামী লীগ সরকার ও খুনি হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন করে গিয়েছে। ১৭ বছরে গুম, খুনসহ নানা অপরাধ করেছে। তারপর জুলাইতে তারা যে গণহত্যা চালিয়েছে, তার দায়ে খুনি হাসিনার রায়ের জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আমরা তার ফাঁসির রায় দেখার জন্যই অপেক্ষা করে আছি।

ঢাবি শিক্ষার্থী উবায়দুর রহমান হাসিব বলেন, জুলাইয়ে আমাদের ভাইকে যারা খুন করেছে সেই খুনের মাস্টারমাইন্ড খুনি হাসিনা। হাসিনার সর্বোচ্চ শাস্তি, তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে সেই প্রত্যাশা নিয়ে আছি।

ঢাকা/সৌরভ/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ