বৃহত্তর পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা দিতে প্রিমিয়ার ব্যাংক পিএলসির কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা সম্প্রতি নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, এসইভিপি ও অপারেশনস বিভাগের প্রধান মো.

নাকিবুল ইসলাম, এসইভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন এবং এভিপি ও কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ তারেকুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু জাফর বলেছেন, প্রিমিয়ার ব্যাংক টেকসই ব্যাংকিং ও গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে এগিয়ে চলছে। আমরা গ্রাহকসেবা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন নতুন পণ্য চালুর মাধ্যমে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছি।

উদ্বোধন হওয়া স্থানান্তরিত কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখায় (কুমিল্লার কোতোয়ালী মডেল থানা, গোমতী টাওয়ারের নিচতলায়) পুরোদমে ব্যাংকিং সেবা চালু হয়েছে।

ঢাকা/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক য ন টনম ন ট শ খ ব যবস থ

এছাড়াও পড়ুন:

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় হামলার নিন্দা ও গাজায় গণহত্যা বন্ধের দাবি

গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলের হামলা ও গাজায় ফিলিস্তিনিদের ওপর দেশটির চালানো গণহত্যার তীব্র প্রতিবাদ জানালেন মানবাধিকার, পরিবেশ, নারী, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ক্রীড়া ও স্বেচ্ছাসেবীসহ নানা অঙ্গনের ৭০টি সংগঠনের কর্মীরা ও সাধারণ মানুষ। আওয়াজ তুললেন, ফিলিস্তিনবাসীর মুক্তি ও স্বাধীনতার। নৌবহরের গ্রেপ্তার মানবাধিকারকর্মীদেরও অবিলম্বে মুক্তির দাবি করেছেন তাঁরা।

আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় ‘বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স’–এর ব্যানারে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ওই প্রতিবাদ ও দাবি জানানো হয়। এ আয়োজনে প্রথাগত কোনো সভাপতি বা নির্দিষ্ট কোনো বক্তা ছিলেন না।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলের হামলা ও গাজায় দেশটির চলমান গণহত্যার প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে ৭০টি সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেলে

সম্পর্কিত নিবন্ধ