সিলেটে গরুর ফসল নষ্ট করা নিয়ে কথা–কাটাকাটি, একজনকে হত্যা
Published: 8th, May 2025 GMT
সিলেটের কোম্পানীগঞ্জে গরুর ফসল নষ্ট করা নিয়ে কথা–কাটাকাটির এক পর্যায়ে ভাতিজাদের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে তেলিখাল ইউনিয়নের শিলাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সামছুল হক (৫০)। তিনি শিলাকড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় একাধিক বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শিলাকড়ি গ্রামে সামছুল হকের ফসলি জমিতে তাঁর ভাই কুতি মিয়ার একটি গৃহপালিত গরু ঢুকে পড়ে। এতে সবজি নষ্ট হওয়ার অভিযোগ তুলে কুতি মিয়াকে ডেকে প্রতিবাদ জানান সামছুল। এ সময় সামছুল হকের সঙ্গে তাঁর ভাইয়ের ছেলে আল আমিনসহ কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সামছুল হকের সঙ্গে তাঁর ভাই কুতি মিয়া ও ভাতিজা আল আমিনের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সামছুলকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই সামছুল হকের লাশ উদ্ধার করে পুলিশ। সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মহাখালী ফ্লাইওভারের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে একজন। ধাক্কা লেগে গাড়িতে আগুন ধরে যায়।
নিহত ব্যক্তিরা হলেন শওকত হোসেন কানন ও তার চাচাতো ভাই রিন্টু। আহত ব্যক্তির নাম হাসনাত।
শনিবার ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা কাননকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিন্টুকে পথচারীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
আরো পড়ুন:
সাতজনের মৃত্যু, মাইক্রোবাস চালকের বিরুদ্ধে মামলা
শিবচরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ৩ জন আহত হন। পথচারীরা একজনকে কুর্মিটোলা হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ২ জনই মারা যান। আহত একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। ঘটনার পর প্রাইভেটকারে আগুন ধরে পুড়ে যায়।
পুলিশ জানায়, মহাখালী ফ্লাইওভারের ওপর ওই ডিভাইডার রাতের বেলা প্রায় অন্ধকার থাকে। ডিভাইডারের ওপর কোনো রং করা নেই। প্রায় সময়ই এখানে দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দুপুরে স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। মৃত শওকত হোসেন কাননের স্ত্রী মৌসুমী করিম জানান, তাদের বাড়ি হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। কাননের বাবার নাম মো. মুন্না। কানন একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। মৃত রিন্টু ও কানন চাচাতো ভাই, রিন্টুর বাড়ি হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। স্ত্রী-সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন। রিন্টু ট্যানারি ব্যবসায়ী।
মৌসুমী জানান, প্রাইভেটকারটি রিন্টুর। তবে রাতে তারা ৩ জন কোথায় গিয়েছিলেন সে বিষয়ে তিনি কিছু জানেন না।
ঢাকা/এমআর/এসবি