ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে মোটরসাইকেলে তিন আরোহী দিনাজপুরের বীরগঞ্জ আসছিলেন, পথে দুর্ঘটনায় দু’জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় বেঁচে আছেন এক আরোহী। কিভাবে এ দুর্ঘটনা, তা কেউ বলতে পারছেন না।

রোববার (১১ মে) রাত ৯ টায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কাহারোল উপজেলার কাশিপুর টংক বাবুর হাট সংলগ্ন হাওয়া ইট ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত দু’জন হলেন, পীরগঞ্জ থানার কিসমত সৈয়দপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও পীরগঞ্জ থানার হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪০)।

ফাঁকা রাস্তায় কিভাবে সড়ক দুর্ঘটনা ঘটলো- এ ব্যাপারে পুলিশ ও স্থানীয়রা কেউ কিছু বলতে পারেননি। স্থানীয়দের ধারণা, কোন অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। তবে পুলিশের ধারণা, দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার উপরে পড়ে থাকতে দেখে তারা থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে প্রেরণ করে। 

দুর্ঘটনার বিষয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/মোসলেম/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন প রগঞ জ

এছাড়াও পড়ুন:

ধানমন্ডি ৩২ নম্বরে যান চলাচল স্বাভাবিক

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে অবস্থানরত বিক্ষোভকারীদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এরপরই এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাতে পৌনে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, দুপুর ২টার বিক্ষোভকারীরা ৩২ নম্বরে অবস্থান নিলে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেখ হাসিনার রায়কে ঘিরে এদিন সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে।

বিক্ষোভকারীরা দুপুরের দিকে দুটি এস্কাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান। কিন্তু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙতে পারেননি তারা।

ঢাকা/রায়হান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ