ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে মোটরসাইকেলে তিন আরোহী দিনাজপুরের বীরগঞ্জ আসছিলেন, পথে দুর্ঘটনায় দু’জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় বেঁচে আছেন এক আরোহী। কিভাবে এ দুর্ঘটনা, তা কেউ বলতে পারছেন না।

রোববার (১১ মে) রাত ৯ টায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কাহারোল উপজেলার কাশিপুর টংক বাবুর হাট সংলগ্ন হাওয়া ইট ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত দু’জন হলেন, পীরগঞ্জ থানার কিসমত সৈয়দপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও পীরগঞ্জ থানার হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪০)।

ফাঁকা রাস্তায় কিভাবে সড়ক দুর্ঘটনা ঘটলো- এ ব্যাপারে পুলিশ ও স্থানীয়রা কেউ কিছু বলতে পারেননি। স্থানীয়দের ধারণা, কোন অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। তবে পুলিশের ধারণা, দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার উপরে পড়ে থাকতে দেখে তারা থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে প্রেরণ করে। 

দুর্ঘটনার বিষয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/মোসলেম/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন প রগঞ জ

এছাড়াও পড়ুন:

অফিস ডেস্কের জন্য কোন গাছ ভালো

স্পাইডার, পিস লিলি, স্নেক প্ল্যান্ট কিংবা লিথপস জাতীয় গাছকে ‘ডেস্ক প্ল্যান্ট’ হিসেবে বেছে নেওয়া হয়। যারা কাজের ডেস্কটা গাছ দিয়ে সাজাতে চান তারা প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে বেছে নিতে পারেন গাছ।

স্পাইডার বা হোয়াইট মানিপ্ল্যান্ট
ডেস্কে স্পাইডার বা হোয়াইট মানিপ্ল্যান্ট রাখতে পারেন। এই গাছে প্রতিদিন পানি দিতে হয় না। মাটি শুকিয়ে গেলে পানি দিলেই হয়।

পিস লিলি
যারা সৌন্দর্যপ্রিয় মানুষ তারা বেছে নিতে পারেন পিস লিলি। এই ফুল দেখতে অনেক সুন্দর। এর বেশি যত্নও নিতে হয় না। বড় বড় সবুজ পাতাওয়ালা পিস লিলি দেখলেই মনে শান্তি লাগে।

আরো পড়ুন:

ত্বকের মৃতকোষ দূর করবে আমের স্ক্রাবার

ভালো ছবি তোলার উপায়

স্নেক প্ল্যান্ট
ডেস্ক এবং ডেস্কের আশেপাশে অক্সিজেনের মাত্রা বাড়াতে চানা তারা বেছে নিতে পারেন স্নেক প্ল্যান্ট। এই গাছ দেখতেও সুন্দর। মনে হয় পাতাগুলো এঁকেবেঁকে নৃত্য করছে। 

সাকুলেন্ট ও লিথপস জাতীয় গাছ
সাকুলেন্ট ও লিথপস জাতীয় গাছের পাতা বেশ মোটা হয়। পাতার দিকে তাকালে চোখ বিশ্রাম পাবে, চোখের অস্বস্তি কেটে যাবে। ডেস্ক প্ল্যান্টস হিসেবে এগুলোর অসাধারণ।

উল্লেখ্য, এক থেকে দেড় মাস অন্তর টবের মাটি অল্প খুঁচিয়ে সার মিশিয়ে দিলেই হল। তবে সার কখনও গাছের গোড়ায় দেবেন না। ডেস্কে বসে চিনি ছাড়া লিকার চা খেলে, কাপের তলানির চা ফেলবেন না। বরং ঠান্ডা হয়ে গেলে সেই লিকার ঢেলে দিন গাছে। তাতেই সার দেওয়া হয়ে যাবে।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ