ভুয়া মালিক সাজিয়ে সরকারি প্রতিষ্ঠান ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেডের মূল্যবান সম্পদ বেহাত, আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম ঢাকা স্টিলের তেজগাঁও অফিসে অভিযান চালায়। এ সময় সম্পদ আত্মসাতের ঘটনাস্থল পরিদর্শন করা হয়।

দুদকের জনসংযোগ বিভাগের প্রধান আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায়, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ভুয়া ও পরিচয়হীন ব্যক্তিদের মালিক সাজিয়ে ঢাকা স্টিলের মূল্যবান সম্পদ আত্মসাতের একটি অভিযোগ দুদকে জমা পড়েছে। অভিযোগটির অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল ওই অভিযান পরিচালনা করা হয়।

অসাধু ব্যক্তিরা যোগসাজশে সরকারি মালিকানাধীন ওই সম্পদ আত্মসাৎ করছে কিনা, তা যাচাই করতে অভিযানকালে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন থেকে এ-সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। এসব নথিপত্র পর্যালোচনা করে শিগগির কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। 

নীলফামারী হাসপাতালে অনিয়মের অভিযোগ

নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে গতকাল একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ, ভর্তি ও আগত রোগীদের কাছ থেকে সেবা দেওয়া সম্পর্কিত তথ্য সংগ্রহ করে।  পাশাপাশি ফার্মেসি ও জেনারেল স্টোরের ওষুধ মজুত যাচাই করা হয়। এতে দেখা যায়, প্যান্টোপ্রাজল, এজিথ্রোমাইসিন ও মন্টিলুকাস্ট নামে তিনটি ওষুধে রেকর্ড ও বাস্তব পরিমাণে গরমিল রয়েছে। পথ্য বিভাগের খাবারে খাসির মাংস প্রতি পিসে গড়ে ১২ গ্রাম করে কম সরবরাহ করা হয়েছে। 

পিরোজপুরে সোলার প্রকল্পে দুর্নীতির অভিযোগ পিরোজপুর পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের পিডিবিএফ সোলার প্রকল্প থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পিরোজপুর পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সোলার প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় নথিপত্র সংগ্রহ করা হয়, যা থেকে অনিয়ম-দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে। সংগৃহীত নথিপত্র পর্যালোচনা ও যাচাই-বাছাই করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে।  

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারী নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় সেনবাগ উপজেলার পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল হাতে নিয়ে শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। মশাল মিছিলটি সেনবাগ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন:

জকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেলকে ‘ভাড়াটিয়া’ আখ্যা দিয়ে একাংশের বিক্ষোভ

বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

এ সময় নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীরা নোয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে কাজী মফিজুর রহমান মনোনয়ন দেওয়ার দাবি জানান। 

গত ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন বোর্ড নোয়াখালী-২ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুককে প্রাথমিক মনোনয়ন দেয়। 

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘‘জয়নুল আবদীন ফারুক কয়েকবার সংসদ সদস্য হয়েও সেনবাগে উন্নয়ন করেননি। দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়াননি। বিপরীতে কাজী মফিজুর রহমান নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। উন্নয়ন বঞ্চিত সেনবাগের মানুষ পরিবর্তন চান তিনি।’’

ঢাকা/সুজন/বকুল  

সম্পর্কিত নিবন্ধ