আজিমপুর কলোনির পুকুর থেকে তরুণের ভাসমান লাশ উদ্ধার
Published: 15th, May 2025 GMT
রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুর থেকে আজ বৃহস্পতিবার দুপুরে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ধারণা করছে, তরুণের বয়স ২০-২২ হতে পারে। তাঁর পরনে ছিল খয়েরি রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট।
লালবাগ থানার উপরিদর্শক (এসআই) আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দারা আজিমপুর সরকারি কলোনির পুকুরে লাশ ভাসতে দেখেন। এরপর তাঁরা তা পুকুর পাড়ে উঠিয়ে লালবাগ থানায় খবর দেন। পুলিশ দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পুলিশ কর্মকর্তা আনিছুর রহমান বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মরদেহের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।