আজিমপুর কলোনির পুকুর থেকে তরুণের ভাসমান লাশ উদ্ধার
Published: 15th, May 2025 GMT
রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুর থেকে আজ বৃহস্পতিবার দুপুরে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ধারণা করছে, তরুণের বয়স ২০-২২ হতে পারে। তাঁর পরনে ছিল খয়েরি রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট।
লালবাগ থানার উপরিদর্শক (এসআই) আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দারা আজিমপুর সরকারি কলোনির পুকুরে লাশ ভাসতে দেখেন। এরপর তাঁরা তা পুকুর পাড়ে উঠিয়ে লালবাগ থানায় খবর দেন। পুলিশ দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পুলিশ কর্মকর্তা আনিছুর রহমান বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মরদেহের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভের সময় সাংবাদিককে ছুরিকাঘাত
কুমিল্লা নগরে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভের সময় এক সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ওই সাংবাদিককে কিল-ঘুষি মারার পাশাপাশি তার পায়ে ছুরিকাঘাত করেন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নগরের কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে এ ঘটনা ঘটে।
হামলার শিকার বাহার রায়হান সময় টিভিতে কর্মরত। তার ডান হাঁটুর ওপরের অংশে ছুরিকাঘাত করা হয়। তাকে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকেরা জানান, ছুরিকাঘাতের জায়গায় তিনটি সেলাই দিতে হয়েছে। ছুরিকাঘাতের কারণে বেশ রক্তক্ষরণ হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।
ছাত্রদল সূত্র জানায়, দীর্ঘ ৭ বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের যথাক্রমে ৬ ও ১৩ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন। কমিটিতে কাজী জোবোয়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রদল এবং নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের আংশিক ওই দুটি কমিটি অনুমোদন দেয়া হয়। রাতে এ খবর জানাজানি হওয়ার পর ছাত্রদলের পদবঞ্চিতরা বিক্ষুদ্ধ হয়ে নেমে পড়েন নগরীর সড়কে। তাদের মুখে মুখে প্রতিবাদী স্লোগান ছিল ‘অবৈধ কমিটি মানি না মানবো না।’ এরপর তারা নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা কুমিল্লা নগরীর পূবালী চত্বর অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ভোগান্তিতে পড়েন নগর বাসিন্দারা। ঘন্টাব্যাপী চলে এ সড়ক অবরোধ। এ সময় সংবাদ সংগ্রহ করার সময় ‘সময় টেলিভিশনের’ কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের ওপর হামলা চালানো হয়।
আহত সাংবাদিক বাহার রায়হান জানান, পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলের ছবি ফুটেজ সংগ্রহকালে মাথা ও শরীরের বিভিন্ন অংশে অতর্কিত হামলা চালানো হয়। এক পর্যায়ে তার হাঁটুর উপরের অংশে ছুরিকাঘাত করা হয়। এ সময় এক পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়।
এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু রাত সোয়া ১১টার দিকে সমকালকে বলেন, দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের একটি সুন্দর কমিটি হয়েছে। কিন্তু পদবঞ্চিতরা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং সাংবাদিক বাহারের ওপর হামলা করেছে বলে জানতে পেরেছি। বিষয়টি দুঃখজনক। আমরা দলীয়ভাবে চেষ্টা করছি হামলাকারীদের শনাক্ত করতে। আইন প্রয়োগকারী সংস্থাকেও অনুরোধ করছি পরিচয় বের করতে। যদি হামলাকারীরা কেউ দলের সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম সমকালকে বলেন, কারা হামলা করেছে- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।