কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার দেখা যাবে টিভির পর্দায়। জানা গেছে, ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা সিনেমায় পদাতিকের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।

আগামী ২৪ মে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় দেখা যাবে সিনেমাটি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত বছরের ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তখন বাংলাদেশে পদাতিকের মুক্তি স্থগিত করে দেয় প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। পশ্চিমবঙ্গেও তখন চলছিল ধর্ষণের বিচারের দাবিতে আরজি কর আন্দোলন। ফলে, প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি সিনেমাটি। 

পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক–দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মৃণালের জীবনে স্ত্রী গীতার অবদানও তুলে ধরা হয়েছে সিনেমায়। গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ।

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত পদ ত ক

এছাড়াও পড়ুন:

অদৃশ্য গল্পের পথ ধরে অভিযাত্রা

অভিনব এক নাট্যজগতে বিচরণ করেছে দর্শক। বাস্তব আর পরাবাস্তবের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, পুতুলের শরীর আর মানুষের আবেগকে এক করে তুলে ধরা হয়েছে নাটকে। ব্যতিক্রমধর্মী প্রযোজনা ‘ইনভিজিবল স্টোরিজ’ গতকাল সন্ধ্যায় মঞ্চায়ন হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে।

ফরাসি ও বাঙালি শিল্পীর সম্মিলিত উদ্যোগে নির্মিত এই পাপেট থিয়েটার শো দর্শককে নিয়ে গেছে এক অভিযাত্রায়, যেখানে ঢাকার বিজ্ঞানীরা ভূতের অস্তিত্ব নিয়ে গবেষণারত। তাদের অনুসন্ধান ঢাকার গলি পেরিয়ে এক সময় সুন্দরবনের রহস্যময় গহিনে চলেছে– যেখানে শুরু হয় অতিপ্রাকৃত, অলীক; কিন্তু নিকটবর্তী এক অভিজ্ঞতার দ্বারোদ্ঘাটন।

ইনভিজিবল স্টোরিজ শুধু একটি নাটক নয়– এ এক নতুন ধারার গল্প বলা। এখানে সংলাপ শব্দে নয়, বরং দেহে, রঙে, আলো-আঁধারিতে উচ্চারিত হয়। এখানে ভূতের গল্প যেন শুধু ভয় নয়, বরং আমাদের লোককথা, ধর্মীয় কল্পনা এবং সাংস্কৃতিক চেতনার বহু বর্ণে রঙিন প্রতিচ্ছবি। পাপেট, গান, নাচ, সংলাপ ও নীরবতার সংমিশ্রণে এটি হয়ে উঠেছে এক জাদুকরী পরিবেশনা।

নাটকটির নির্দেশনায় রয়েছেন ফরাসি পাপেটিয়ার লহি ক্যানাক। তিনি এমন একজন, যিনি কল্পনাকে শরীর দিয়ে বুনে তুলতে জানেন। তাঁর সঙ্গী বাংলাদেশি শিল্পী মো. ফারহাদ আহমেদ, যিনি শুধু অভিনয় বা নৃত্যশিল্পী নন, একাধারে পাপেটিয়ার, নৃত্যপরিচালক এবং প্রাচ্যনাট ও জলপুতুল পাপেটসের দীর্ঘস্থায়ী সদস্য।

নির্দেশক লহি ক্যানাক ক্লাসিক্যাল থিয়েটারে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ফ্রান্সের থিয়েটার: একোল দ্য পাসাজে কিংবদন্তি থিয়েটার ব্যক্তিত্ব নিলস অ্যারেস্ট্রাপ ও আলেকজান্দ্রে দেল পেরুজিয়ার তত্ত্বাবধানে। ১৯৯৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন কোম্পানি গ্রেন দ্য ভি, যা আজ আন্তর্জাতিকভাবে খ্যাত পাপেট থিয়েটার। তাঁর সৃষ্টিগুলো হয়ে থাকে শারীরিক, আবেগনির্ভর এবং কল্পনাপ্রবণ।

এই প্রযোজনাটি বাংলাদেশ-ফ্রান্সের যৌথ সাংস্কৃতিক সেতুবন্ধনের অনন্য নজির। ঢাকায় দু’দিনের মঞ্চায়নের পর ‘ইনভিজিবল স্টোরিজ’ নাটক দল ফ্রান্সে যাবে। আগামী আগস্টে শারলভিল-মেজিয়ের, প্যারিস, কলুনি, ডিজ এবং বেসাঁসোঁ শহরে অনুষ্ঠিত হবে এই নাটকের প্রদর্শনী। সেখানে অংশ নেবেন মো. ফারহাদ আহমেদ ও স্বাতী ভদ্র।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার আমন্ত্রণে এই পরিবেশনা আজ  সন্ধ্যা ৭টায় আবারও হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। প্রবেশ উন্মুক্ত এবং বিনামূল্যে। আসন সংখ্যা সীমিত– আগে এলে আগে পাবেন ভিত্তিতে।

দর্শকের জন্য এটি এক বিরল অভিজ্ঞতা– যেখানে পাপেট (পুতুল) শুধু শিশুদের কল্পনার সঙ্গী নয়, বরং হয়ে ওঠে পরিণত দর্শকের গভীর উপলব্ধির প্রতিমা। ইনভিজিবল স্টোরিজ যেন এই সময়ের এক আত্মবিশ্লেষণ– যা আমরা বলি না, শুধু বহন করি। নাটকটি মনে করিয়ে দেয়, ভূত শুধু ভয়ের বস্তু নয়; ভূত মানে স্মৃতি, অনুতাপ, ব্যর্থতা, প্রেম অথবা হারিয়ে যাওয়া কোনো প্রতিশ্রুতি। সুন্দরবনের ভেজা পাতায়, ঢাকার রাতের বাতাসে কিংবা গবেষণাগারে রাখা এক অদ্ভুত যন্ত্রের গর্জনে ভেসে ওঠে এসব অদৃশ্য কাহিনি।

সম্পর্কিত নিবন্ধ